বলিউড বাদশাহ শাহরুখ খান জীবনের অনিশ্চয়তা ও মানসিক দৃঢ়তা নিয়ে এক অনুপ্রেরণামূলক বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, “এক সময় আসবে যখন কিছুই ঠিকঠাক যাবে না। তখন আতঙ্কিত হয়ো না। শান্ত থেকো, সামান্য বিব্রত হলেও পার হয়ে যাবে জীবন এমনই।”
শাহরুখ খানের এই সহজ অথচ গভীর জীবনদর্শন ভক্তদের মনে নতুন আশার সঞ্চার করেছে। তার মতে, জীবনের প্রতিটি বাধা ও বিভ্রান্তি কেবল অস্থায়ী, সময়ের সঙ্গে সবকিছু ঠিক হয়ে যায়।
অভিনেতা হিসেবে যেমন তিনি পর্দায় নানা ঝড় সামলে জয়ী হন, তেমনি বাস্তব জীবনেও ধৈর্য ও আত্মবিশ্বাসকেই সাফল্যের মূল চাবিকাঠি বলে মনে করেন।
এই বার্তায় প্রতিফলিত হয়েছে শাহরুখের পরিণত জীবনবোধ যে জীবনে ব্যর্থতা যেমন অবশ্যম্ভাবী, তেমনি প্রত্যাবর্তনও অনিবার্য।
এমকে/এসএন