অভিনেত্রী পায়েল সরকার মনে করেন, জীবনে নেওয়া কোনো সিদ্ধান্তই ভুল নয়। তার ভাষায়, “জীবনে কোনও সিদ্ধান্তই ভুল হতে পারে না। প্রতিটা পদক্ষেপ মানুষকে কিছু দেয় বা শেখায়।”
নিজের অভিনয়জীবন ও ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই এই উপলব্ধি এসেছে তার। পায়েলের মতে, ভালো-মন্দ সব সিদ্ধান্তই শেষ পর্যন্ত মানুষকে পরিণত করে তোলে, শেখায় জীবন বুঝতে ও এগিয়ে যেতে।
তিনি বলেন, জীবনের প্রতিটি অধ্যায়ই একেকটা অভিজ্ঞতা, যা আমাদের চিন্তাধারাকে গভীর করে তোলে। ব্যর্থতা বা অনুশোচনার বদলে শেখার মানসিকতাই মানুষকে এগিয়ে রাখে।
এমকে/এসএন