হৈ-হুল্লোড় করে সান্তিয়াগো বার্নাব্যু ছাড়ার কথা ছিল ইগল ব্রডকিনের। মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় তার প্রিয় দল রিয়াল মাদ্রিদ যে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে।
দলের জয় উপভোগ করতে পারেননি ব্রডকিন। খেলার মাঝপথে গ্যালারিতে অসুস্থ হন তিনি।
৫২ মিনিটে কিলিয়ান এমবাপ্পে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হলে হৃদরোগে আক্রান্ত হন রিয়ালের সমর্থক। পরে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি ৫০ বছর বয়সী সমর্থককে।
ব্রডকিন অসুস্থ হলে শুরুতে প্রাথমিক চিকিৎসা দেয় স্টেডিয়ামের মেডিক্যাল টিম। পরে তাকে দ্রুত ভর্তি করানো হয় লা পাজ হাসপাতালে।
তবে নিজেদের সেরাটা দিয়েও ইসরায়েল নাগরিককে বাঁচাতে পারেননি কর্তব্যরত চিকিৎসকরা।
বাবার মৃত্যুর বিষয়ে ব্রডকিনের ছেলে বলেছেন, ‘রিয়াল মাদ্রিদের পাড় ভক্ত ছিলেন আমার বাবা। পুরো পরিবারের মাঝে ক্লাবের ভালোবাসা ছড়িয়ে দিয়েছেন তিনি। একসঙ্গে সব সময় আমরা খেলা দেখতাম।’
ব্রডকিনের প্রতি সম্মান জানাতে আগামী ৫ নভেম্বর চ্যাম্পিয়নস লিগের ম্যাচে এক মিনিটের নীরবতা পালনের পরিকল্পনা করেছেন রিয়ালের সমর্থকরা। সেদিন রিয়ালের প্রতিপক্ষ লিভারপুল।
এমআর/এসএন