বলিউড বাদশাহ শাহরুখ খানের জন্মদিন মানে ভক্তদের কাছে উৎসবের দিন। প্রতি বছরই ২ নভেম্বর মধ্যরাত থেকে মুম্বইয়ের বান্দ্রায় তাঁর বাড়ি ‘মান্নত’-এর সামনে জড়ো হন হাজারো ভক্ত। বাদশাহের এক ঝলক দেখতে তারা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেন।
কিন্তু এবার সেই অপেক্ষায় ধাক্কা। জানা গেছে, শাহরুখ খান এ বছর নিজের জন্মদিনে মান্নতে থাকছেন না। অভিনেতার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, তিনি পরিবারসহ শহরের বাইরে থাকবেন এবং জন্মদিনটি ব্যক্তিগতভাবে উদ্যাপন করবেন।
এই সিদ্ধান্তে হতাশ হয়ে পড়েছেন তাঁর বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা অসংখ্য ভক্ত। অনেকেই ইতোমধ্যে মান্নতের সামনে জমায়েত শুরু করেছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরা লিখছেন, “বাদশাহকে একবার না দেখলে জন্মদিন অসম্পূর্ণ লাগে।”
প্রতি বছর এই দিনে ভক্তদের উদ্দেশে বারান্দায় এসে হাত নাড়েন শাহরুখ, কেক কাটেন, হাসিমুখে শুভেচ্ছা নেন। এবার সেই দৃশ্য না দেখা যাওয়ায় মন ভাঙছে অনুরাগীদের।
শাহরুখের ঘনিষ্ঠ মহল জানিয়েছে, ভক্তদের ভালোবাসার প্রতিদান দিতে অভিনেতা একটি বিশেষ ভিডিও বার্তা প্রকাশ করতে পারেন জন্মদিনে।
এমকে/এসএন