মেয়ের প্রথম জন্মদিনে আবেগে ভাসলেন অভিনেতা কাঞ্চন মল্লিক। গত বছর ২ নভেম্বর তিনি ও অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের ঘরে জন্ম নেয় কন্যা সন্তান কৃষভি। এক বছর পূর্ণ হলো ছোট্ট মেয়ের। সেই উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন বার্তা শেয়ার করেছেন কাঞ্চন।
চার বছর আগে মাকে হারিয়েছিলেন এই অভিনেতা। সেই শূন্যতা যেন পূরণ করেছে তাঁর কন্যা। কাঞ্চন লিখেছেন, “আমি আমার মাকে হারিয়েছি গত চার বছর আগে, কিন্তু গতবছর আমি আমার মাকে ফিরে পেয়েছি কৃষভির মধ্যে। ঈশ্বর আমাকে বাবা হওয়ার সুযোগ দিয়েছেন, কিন্তু কৃষভির সঙ্গে কাটানো প্রতিটি দিন যেন জীবনের নতুন আশীর্বাদ।”
তিনি আরও লেখেন, “আমরা হয়তো ওর সব ইচ্ছে পূরণ করতে পারব না, কিন্তু ঈশ্বর যেন ওর সমস্ত ইচ্ছে পূরণ করে। আমাদের একটাই চাওয়া, ও যেন মাথা উঁচু করে, মেরুদণ্ড সোজা রেখে মানুষের মতো মানুষ হয়।”
কাঞ্চনের এই পোস্টে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগী ও সহকর্মীরা। কেউ লিখেছেন, “অসাধারণ বাবা,” কেউ বলেছেন, “আপনার মায়ের আশীর্বাদই আজ কৃষভির মধ্যে জেগে আছে।”
অন্যদিকে, শ্রীময়ীও মেয়ের জন্মদিনে এক বিশেষ আয়োজন করেছেন। কৃষভির জন্মের সময় যিনি তাঁর চিকিৎসার দায়িত্বে ছিলেন, সেই চিকিৎসককে কৃতজ্ঞতা জানাতে তাঁকে সঙ্গে নিয়েই প্রাক জন্মদিন উদযাপন করেন অভিনেত্রী। রাত বারোটায় কেক কেটে পরিবারের সবাই মিলে পালন করেন ছোট্ট কৃষভির জন্মদিন।
এমকে/এসএন