প্রায় তিন বছরের বেশি সময় ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন বলিউড অভিনেতা হৃতিক রোশন ও সাবা আজাদ। গত ১লা নভেম্বর ছিল নায়কের প্রেমিকার শুভ জন্মদিন। বিশেষ এ দিনটি নিয়ে তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগী ও রোমান্টিক বার্তা দিয়েছেন বলিউডের এ নৃত্যপ্রেমি অভিনেতা।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, শনিবার (১লা নভেম্বর) প্রেমিকার ৪০তম জন্মদিনে তার সাথে তোলা বেশ কয়েকটি সুন্দর মুহূর্তের ছবি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে আপলোড করেন অভিনেতা।
ক্যাপশনে লেখেন,
আমি যা কিছু করি, স্বপ্ন দেখি এবং অর্জন করি, তার মধ্যে আমার সর্বকালের প্রিয় কাজ হলো তোমার একজন ভালো সঙ্গী হওয়া।
এরপর হৃতিক লেখেন,
শুভ জন্মদিন আমার ভালোবাসা।
হ্যাসট্যাগ দিয়ে হৃতিক আরও লেখেন,
তোমার সাথে ভালোবাসার শেখার পথটা আমি ভালোবাসি।
বর্তমানে প্রেমিকাকে নিয়ে আমেরিকায় অবকাশ যাপন করছেন ৫১ বছর বয়সী বলিউড সেলিব্রেটি। সেই সাতে প্রস্তুতি নিচ্ছেন নিজের আপকামিং সিনেমা ‘কৃশ ফোর’র।
আরপি/এসএন