ঘরের মাঠে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে আসতে বেশ কাটখড় পোড়াতে হয়েছে ভারতের মেয়েদের। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে রেকর্ড রান তাড়া করে জয় পাওয়া হারমনপ্রিত কৌরের দল মেয়েদের বিশ্বকাপ ফাইনালের দ্বিতীয় সর্বোচ্চ রান তুলেছে। প্রথমবার শিরোপা উঁচিয়ে ধরতে সাউথ আফ্রিকার মেয়েদের প্রয়োজন ২৯৯ রান।
নাভি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে টসে জিতে ভারতকে আগে ব্যাট করার আমন্ত্রণ জানান প্রোটিয়াদের অধিনায়ক লৌরা উলভার্ট। ব্যাটে নেমে ৭ উইকেট হারিয়ে ২৯৮ রান করেছে ভারতের মেয়েরা। জয়ের জন্য সাউথ আফ্রিকার প্রয়োজন ২৯৯ রান।
মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে এক ইনিংসে সর্বোচ্চ ৩৫৬ রানের রেকর্ড অস্ট্রেলিয়ার। ২০২২ সালে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে হওয়া ফাইনালে ইংল্যান্ডের মেয়েদের বিপক্ষে এ রান করেছিল অজিরা। জবাবে ২৮৫ রানে অলআউট হয়েছিল ইংল্যান্ড যা বিশ্বকাপের ফাইনালে দ্বিতীয় সর্বোচ্চ রানের রেকর্ড। আগে ব্যাট করা ভারত ২৯৮ রান করে টপকে গেছে ইংল্যান্ডের সেই রেকর্ড।
ব্যাটে নেমেই প্রোটিয়া বোলারদের পেটাতে থাকেন দুই ওপেনার স্মৃতি মান্দানা ও শেফালি ভার্মা। ওপেনিংয়ে এ দুই ব্যাটারের থেকে আসে ১০৪ রান। মান্দানা ৪৫ করে আউট হন। এরপর শেফালি জেমিমা রদ্রিগুয়েসের সাথে ৬২ রানের আরেকটি জুটি গড়েন। পরে শেফালি ৮৭ করে আউট হলে সেঞ্চুরি বঞ্চিত হন।
দ্বিতীয় সর্বোচ্চ ৫৭ রানের ইনিংস আসে দীপ্তি শর্মার থেকে। এছাড়া ২৪ বলে ঝড়ো ৩৪ রান করে আউট হন রিচা ঘোষ। প্রোটিয়াদের আয়াবোঙ্গা খাকা একাই নেন ৩ উইকেট। এছাড়া এনক্লুকো ম্লাবা, নাদাইন ক্লার্ক এবং ক্লো ট্রিয়ন একটি করে উইকেট নেন।
এমআর/এসএন