২ নভেম্বর দিনটি একদিকে যেমন বলিউডের ‘বাদশা’ শাহরুখ খানের জন্মদিন, ঠিক তেমনই আর একটি বিশেষ মানুষের জন্যও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি হলেন শাহরুখের ম্যানেজার পূজা দাদলানি। দীর্ঘ ১২ বছর ধরে যিনি শাহরুখের ছায়াসঙ্গী হয়ে তার বিশাল সাম্রাজ্য এক হাতে সামলে রেখেছেন।
শাহরুখের সিনেমার সেট থেকে শুরু করে কোটি কোটি টাকার আর্থিক লেনদেন সবটাই একা হাতে সামলান পূজা। শাহরুখ বহুবার বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন, পূজাকে তিনি কতটা ভরসা করেন।
শুধু ফিল্ম সংক্রান্ত কাজই নয়, কেকেআর (কলকাতা নাইট রাইডার্স) দল থেকে প্রযোজনা সংস্থা রেড চিলিস এন্টারটেনমেন্ট পর্যন্ত সব দিকেই সমান নজর পূজার। শাহরুখের এই বিশাল সাম্রাজ্যের অন্যতম নেপথ্য কারিগর কিন্তু পূজাও।
কাজের গণ্ডি পেরিয়ে পূজা এখন খান পরিবারেরই একজন সদস্য। গৌরী খান, সুহানা, আরিয়ান সকলের সঙ্গেই তার দারুণ সম্পর্ক। পূজার মেয়ে এবং শাহরুখের ছোট ছেলে আব্রাম একই স্কুলে পড়ে। অনেক সময় আব্রামকে মাতৃস্নেহে সামলাতেও দেখা গিয়েছে পূজাকে।
শাহরুখের দুনিয়ায় পূজার কাজের গুরুত্ব টাকা দিয়ে বিচার করা যায় না। তবে অনেকেরই কৌতূহল, এই গুরুদায়িত্ব পালনের জন্য তিনি কত টাকা পারিশ্রমিক পান।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, পূজা দাদলানির বার্ষিক পারিশ্রমিক প্রায় ৭ থেকে ৯ কোটি টাকা। বিপুল এই টাকার অঙ্কই বুঝিয়ে দেয়, শাহরুখের পেশাদার জীবনে ঠিক কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন পূজা। এই বিশাল পারিশ্রমিক তাকে ভারতের অন্যতম দামি তারকা ম্যানেজারের খেতাব এনে দিয়েছে।
এমকে/এসএন