এবারও আইপিএলের মিনি অকশন হতে যাচ্ছে ভারতের বাইরে। সম্ভাব্য ভেন্যু হিসেবে আলোচনায় আবুধাবী। তবে এখনও নিশ্চিত হয়নি এ বছরের অকশনের তারিখ ও ভেন্যু।
ভারতের প্রধান শহরগুলোতে বিয়ে এবং নানা উৎসবের কারণে বড় হোটেলগুলো পাচ্ছে না বিসিবিআই। তাই বাধ্য হয়ে ভারতের বাইরে অকশন আয়োজন করতে হচ্ছে কর্তাদের।
১৫ নভেম্বরের মধ্যে শেষ হবে বেশ কিছু ক্রিকেটারদের সঙ্গে রিটেইনের মেয়াদ। তাই নতুন করে মিনি অকশন আয়োজন করতে যাচ্ছে বিসিসিআই।
গেলো বছর সৌদি আরবের রিয়াদে আয়োজন করা হয় মেগা অকশন। তবে এবার হবে মিনি অকশন। ১৫ ডিসেম্বর মিনি অকশনের তারিখ নির্ধারিত থাকলেও, তা পরিবর্তন আসতে পারে ভেন্যু নির্ধারনের উপর। তারিখ ও ভেন্যু নির্ধারণের জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে ভক্তদের।
ফ্র্যাঞ্চাইজি পর্যায়ে এখন রিটেনশন-রিলিজ নিয়ে আলোচনা তুঙ্গে। এর মধ্যে সবচেয়ে আলোচনায় রয়েছে রাজস্থান রয়্যালসের অধিনায়ক সাঞ্জু স্যামসনের সম্ভাব্য ট্রেড। আন্তর্জাতিক ক্রিকেটে সাম্প্রতিক পারফরম্যান্স খুব একটা উল্লেখযোগ্য না হলেও আইপিএলে তার মূল্য এখনও অনেক, এবং একাধিক দলই তাকে দলে নিতে আগ্রহ দেখাচ্ছে।
এছাড়াও, শ্রীলঙ্কান স্পিনার মাহিশ থিকসানা ও ওয়ানিন্দু হাসারাঙ্গাকে রাখা হবে কি না, সেটিও পর্যবেক্ষণে—রাহুল দ্রাবিড়ের কোচিং দায়িত্বে থাকা সময়ে যাদের তালিকায় ছিল ‘রিলিজ’-এর সম্ভাবনা।
অন্যদিকে, ভারতের অভিজ্ঞ পেসার মোহাম্মদ শামিকে ছাড়তে অনিচ্ছুক সানরাইজার্স হায়দরাবাদ। কয়েকটি দল তার জন্য ট্রেড প্রস্তাব দিলেও ফ্র্যাঞ্চাইজিটি তা নাকচ করেছে বলে জানা গেছে।
এমআর/টিকে