চলতি মৌসুমেও দারুণ ছন্দে আছেন ম্যানচেস্টার সিটি তারকা আর্লিং হালান্ড। ১০ ম্যাচে গোল ১৩। লিগে সর্বোচ্চ গোলদাতা হওয়ার পথে এগিয়ে চলেছেন। ম্যানসিটি কোচ পেপ গার্দিওলার কাছে মেসি-রোনালদো মানের খেলোয়াড় এ নরওয়েজিয়ান ফরোয়ার্ড।
ইংলিশ প্রিমিয়ার লিগে আবারও সেরা তিনে ফিরেছে ম্যানচেস্টার সিটি। গোলমেশিন আর্লিং হালান্ডের জোড়া গোলে বোর্নমাউথের বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে সিটিজেনরা, বোর্নমাউথকেই সরিয়ে টেবিলের দুইয়ে উঠে এসেছে গার্দিওলার দল।
এক অর্থে জয়টা ছিল সিটির ঘুরে দাঁড়ানোর অভিযান। কারাবাও কাপে আগের ম্যাচে সোয়ানসি সিটির বিপক্ষে জিতলেও লিগ ম্যাচে হেরেছিল অ্যাস্টন ভিলার কাছে। সবমিলিয়ে ১০ ম্যাচে তাদের ৩ হার, ড্র একটি। এই দলটিকে শিরোপার দাবিদার ভাবছেন কোচ গার্দিওলা।
বোর্নমাউথ ম্যাচের পর স্পেনিয়ার্ড কোচ গার্দিওলা বলেছেন, ‘আশা করি আর্সেনাল একদিন গোল খাবে। আমাদের শক্তি নেই? আছে। ক্লাব বিশ্বকাপের পর থেকেই আমার মধ্যে এই অনুভূতি যে আমরা আছি শিরোপা দৌড়ে। মাত্র ১০ ম্যাচ, আরও ২৮টা খেলতে হবে। অনেককিছুই ঘটতে পারে। গুরুত্বপূর্ণ বিষয় হল, ভালো থেকে আরও ভালো হওয়া।’
হালান্ড মৌসুমে করেছেন ১৩ গোল, দুইয়ে থাকা অ্যান্তোনি সেমেনিওর তার অর্ধেক গোলও নেই। বোর্নমাউথ তারকা ৬টি গোল করেছেন ৯ ম্যাচে। হালান্ড কিছুদিন নির্ভারই থাকতে পারেন। অবশ্য তিনি শুধু লিগেই গোল করছেন না, অন্য প্রতিযোগিতায় ৩ ম্যাচে করেছেন ৪ গোল। নরওয়েজিয়ান তারকাকে তার গুরু মেসি-রোনালদোর পর্যায়ের মনে করছেন।
‘এটা হল আপনার মেসি-রোনালদোর সঙ্গে খেলার মতো। হালান্ডের প্রভাব অনেক বড়। সংখ্যা দেখেছেন? অবশ্যই সে ওই পর্যায়ের। মেসি-রোনালদো এটা করেছে ১৫ বছর ধরে, এটাই সেই পর্যায়।’
এসএস/টিএ