নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ফেরানো হয়েছে তাকে। ফোর্ডের পাশাপাশি দলে ফিরেছেন শামার স্প্রিঙ্গার। চোটের কারণে প্রায় এক বছর জাতীয় দলের বাইরে ছিলেন তিনি। তবে গত ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলেছেন স্প্রিঙ্গার। তাদের দুজনকে নিয়ে নিউজিল্যান্ড সফরের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউসি)।
এখনো পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুই টি-টোয়েন্টিতে ২ উইকেট নিয়েছেন স্প্রিঙ্গার। ১৩ টি-টোয়েন্টি খেলা ফোর্ডের শিকার ১৭ উইকেট। স্প্রিঙ্গার ও ফোর্ডের বাইরেও পেস বোলিং ইউনিটে আছেন জেসন হোল্ডার, রোমারিও শেফার্ড ও জেইডেন সিলস। চোটের কারণে নিউজিল্যান্ড সফরেও খেলা হচ্ছে না শামার জোসেফ, জেডিয়া ব্লেডস এবং রেমন সিমন্স। বাংলাদেশ সফরেও খেলা হয়নি তাদের কারও।
বাংলাদেশ সফর থেকে বাদ পড়েছেন গুড়াকেশ মোতি। বোলিং অ্যাকশনের টেকনিক্যাল ইস্যুর কারণে বাইরে রাখা হয়েছে বাংলাদেশ সফরে তিনটি ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি খেলা বাঁহাতি এই স্পিনার। সাউথ আফ্রিকার এসএ টোয়েন্টি লিগে পার্ল রয়্যালসের হয়ে খেলার কথা মোতির। সেই টুর্নামেন্টে যাওয়ার আগে রয়্যালস স্পোর্টস গ্রুপের বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করবেন তিনি।
এসএ টোয়েন্টি খেলে নেবেন আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি। আগামী ৫ নভেম্বর মাঠে গড়াবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। পরের ম্যাচগুলো হবে ৬, ৮, ৯ এবং ১২ নভেম্বর। প্রথম দুই টি-টোয়েন্টি অকল্যান্ডে, তৃতীয় ও চতুর্থ টি-টোয়েন্টি নেলসনে এবং শেষ ম্যাচে হবে ডানেডিনে।
ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি স্কোয়াড- শাই হোপ (অধিনায়ক), অ্যালিক আথানাজে, আকিম ওগিস, রস্টন চেজ, ম্যাথু ফোর্ড, জেসন হোল্ডার, আকিল হোসেন, আমির জাঙ্গু, ব্রেন্ডন কিং, খ্যারি পিয়েরে, রভম্যান পাওয়েল, শেরফান রাদারফোর্ড, রোমারিও শেফার্ড, জেইডেন সিলস এবং শামার স্প্রিঙ্গার।
টিএম/টিএ