টলিউডের জনপ্রিয় নায়িকা কোয়েল মল্লিক সবসময়ই নিজের ব্যক্তিগত জীবন নিয়ে নীরবতা বজায় রাখেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, তিনি মূলত খুবই সংযত ও গোপনপ্রিয় মানুষ। নিজের কিংবা পরিবারের কোনও বিষয় তিনি বাইরে প্রকাশ করতে পছন্দ করেন না।
কোয়েল বলেন, “আমি ভীষণ প্রাইভেট একজন মানুষ। আমার পরিবারে যেমন কোনও সমস্যা হলে পাশের বাড়িতে বলতে যাই না, তেমন টলিউডের ভিতরে কোনও সমস্যা হলে তা নিয়েও আমি কারও সঙ্গে আলোচনা করতে চাই না।”
অভিনেত্রীর এই বক্তব্যের পর ভক্তদের মধ্যে আবারও আলোচনা শুরু হয়েছে— এত বছর শিল্পজগতে থেকেও কোয়েল কীভাবে নিজেকে এত সংযত রেখেছেন।
অনেকেই বলছেন, এই আত্মসংযমই তাঁর জনপ্রিয়তার একটি বড় কারণ।
কোয়েল মল্লিক বহু বছর ধরে টলিউডে কাজ করে যাচ্ছেন। ব্যক্তিগত জীবনে তিনি অভিনেতা-প্রযোজক নিসপাল সিং রানার স্ত্রী। দুজনের একমাত্র ছেলে কবীর। ব্যস্ত অভিনয়জীবন আর পারিবারিক জীবনের ভারসাম্য রেখে চলা কোয়েল সবসময়ই নিজের অবস্থানে শান্ত ও দৃঢ় বলে মনে করেন তাঁর সহকর্মীরা।
ইউটি