ঢাকা বিভাগকে ৩১০ রানে অল আউট করে দ্বিতীয় দিনের বিকেলে ব্যাটিংয়ে নেমে বিনা উইকেটে ৩৩ রান তুলেছিলেন সিলেটের জাকির হাসান ও সৈকত আলী। তারা দুজনে মিলে সকালটাও বেশ ভালোভাবে সামলেছেন। তাদের দুজনের ৭১ রানের উদ্বোধনী জুটি ভাঙেন নাজমুল ইসলাম অপু। বাঁহাতি স্পিনারের বলে তাঁরই হাতে ক্যাচ দিয়েছেন ৮ বলে ৪৩ রান করা জাকির। একটু পর আউট হয়েছেন আরেক ওপেনার সৈকতও। ৯৩ বলে ২৭ রান করেছেন তিনি।
চারে নেমে সুবিধা করতে পারেননি অমিত হাসানও। ডানহাতি উইকেটকিপার ব্যাটার ফিরেছেন ৩ রানে। একশর আগে ফিরে গেছেন মিজানুর রহমানও। ৩৩ বলে ১২ রান করেছেন তিনি। আসাদুল্লা আল গালিব আউট হয়েছেন ১৩ রানে। দ্রুতই কয়েকটি উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে সিলেট। ১১৮ রানে ৫ উইকেট হারানোর পর সাহানুর রহমানকে সঙ্গে নিয়ে জুটি গড়েন মুশফিক। সাবধানী ব্যাটিংয়ে ১১১ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন ডানহাতি এই ব্যাটার।
৮৮ বলে ৩০ রান করা সাহানুর আউট হলে ভাঙে মুশফিকের সঙ্গে ৯৪ রানের জুটি। পরবর্তীতে তোফায়েল আহমেদকে সঙ্গে নিয়ে সিলেটকে টেনে নেয়ার চেষ্টা করেন মুশফিক। যদিও তাদের দুজনের জুটি খুব বেশি বড় হয়নি। শেষ বিকেলে ২৭ রানে আউট হয়েছেন তোফায়েল। ইবাদত হোসেনকে সঙ্গে নিয়ে দিনের খেলা শেষ করেছেন ৯৩ রান করা মুশফিক। ঢাকার হয়ে দুইটি করে উইকেট নিয়েছেন রিপন মণ্ডল, নাজমুল অপু এবং আনামুল হক।
এসএস/টিএ