আফগানিস্তান ক্রিকেট দলের সাফল্যের পেছনে অন্যতম স্থপতি প্রধান কোচ জোনাথন ট্রট এবার দলটির সঙ্গে সম্পর্কের ইতি টানছেন। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে দায়িত্ব ছাড়বেন এই ইংলিশ কোচ।
 
গত কয়েক বছরে ট্রটের কোচিংয়ে আফগানিস্তান ক্রিকেটে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তার অধীনে দলটি প্রথমবারের মতো ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে খেলে এবং ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপেও সেমিফাইনালের দোরগোড়ায় পৌঁছে যায়। তার নেতৃত্বে আফগানরা ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলকে হারিয়েছে।
দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়ে ট্রট বলেন, আফগানিস্তান জাতীয় দলের সঙ্গে কাজ করা আমার জন্য এক বিশেষ সৌভাগ্যের বিষয় ছিল। তাদের আবেগ, দৃঢ়তা এবং সাফল্যের ক্ষুধা সত্যিই অনুপ্রেরণাদায়ক।
তিনি আরও যোগ করেন, আমরা একসঙ্গে যা অর্জন করেছি, তাতে আমি গর্বিত। আমি সবসময় আফগান ক্রিকেটের সমর্থক হয়ে থাকব এবং দলটির ভবিষ্যতের সাফল্য কামনা করি।
জোনাথন ট্রটের বিদায়ে আফগান ক্রিকেটে নতুন কোচ নিয়োগের প্রক্রিয়া শিগগিরই শুরু হবে বলে জানা গেছে।
ইএ/টিকে