আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুই টেস্টের সিরিজে দলে ফিরেছেন মাহমুদুল হাসান জয়।
বাংলাদেশের হয়ে সর্বশেষ জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলেছেন জয়। ঘরের মাঠ সিলেটে।
এনসিএলের পারফরম্যান্সে আবার দলে ফিরেছেন তিনি। চট্টগ্রামের হয়ে এখন পর্যন্ত তার শেষ দুই ম্যাচের ইনিংস হচ্ছে- ৩৫ ও ২৫* এবং ১২৭ ও ৫১।
অন্যদিকে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজ থেকে বাদ পড়েছেন তিন জন। তারা হচ্ছেন- এনামুল হক বিজয়, মাহিদুল ইসলাম অঙ্কন ও নাঈম হাসান।
বাকি সবাই আছেন আয়ারল্যান্ড সিরিজে।
দুই টেস্টের সিরিজে যথারীতি নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। দুই দিন আগে বাঁহাতি ব্যাটারকে আবারও দায়িত্ব দেওয়া হয়েছে। সিরিজের প্রথম টেস্ট আগামী ১১ নভেম্বর শুরু হবে সিলেটে।
আর দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৯ নভেম্বর মিরপুরে।
বাংলাদেশের টেস্ট দল- নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মমিনুল ইসলাম, মুশফিকুর রহিম, লিটন দাস, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, ইবাদত হোসেন ও হাসান মুরাদ।
টিএম/টিএ