এএফসি এশিয়ান কাপে বাংলাদেশের পরের ম্যাচ প্রতিবেশী ভারতের বিপক্ষে। তার আগে ১৩ নভেম্বর খেলা নেপালের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচে। দুই ম্যাচ সামনে রেখে কঠোর অনুশীলন করছে বাংলাদেশ জাতীয় দল। কোচ হাভিয়ের ক্যাবরেরা জানিয়েছেন, এ দুটি ম্যাচসহ আগামী তিন ম্যাচেই জয়ের লক্ষ্যে কাজ করছেন তিনি।
সন্তান জন্মদানের সময় স্ত্রীর পাশে থাকতে বাংলাদেশের অনুশীলনে কয়েকদিন পর যোগ দিয়েছেন স্প্যানিশ কোচ ক্যাবরেরা। মঙ্গলবার যোগ দিয়ে মুখোমুখি হন সংবাদমাধ্যমের। বলেন, ‘আমাদের সামগ্রিক অভিজ্ঞতা ভালো। লক্ষ্যটা নিশ্চিতভাবেই উভয় (ঢাকায়) ম্যাচ জেতা এবং এমনকি গ্রুপের শেষ ম্যাচটিতে সিঙ্গাপুরের বিপক্ষেও জয়ের লক্ষ্য রাখছি।’
‘আপাতত লক্ষ্য হল নেপালের বিপক্ষে ভালোভাবে প্রস্তুতি নেয়া। দলটির বিপক্ষে জয়ের লক্ষ্য রাখছি এবং অবশ্যই এটা প্রধান উদ্দেশ্য। নেপাল ভালো করছে এবং ফলাফলের দিক থেকে তারা খুব একটা পিছিয়ে নেই। শক্তিশালী দলগুলোর বিপক্ষেও প্রতিদ্বন্দ্বিতা করছে দলটি। আমরা আফগানিস্তানের বিপক্ষে খেলতে চাচ্ছিলাম, যারা কিছুটা শক্তিশালী ছিল। কিন্তু কিছু পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি। নেপাল ম্যাচেও ভালো চ্যালেঞ্জ হবে।’
দলের খেলোয়াড় কম থাকা নিয়ে ক্যাবরেরা বললেন, ‘বসুন্ধরা কিংসের খেলোয়াড়রা ৭ তারিখে ক্যাম্পে যোগ দিচ্ছে। আমরা তাদের জন্য অপেক্ষা করব এবং প্রস্তুতি চালিয়ে যাব। যদি ভুল না করি তাহলে আশা করি ১০ তারিখের মধ্যে দেশে পৌঁছাবেন হামজা চৌধুরী। যদি সবকিছু ঠিকঠাক চলে এবং সুস্থ থাকে তাহলে নেপালের বিপক্ষেও খেলবেন। সামিত সোম সম্ভবত একটু দেরিতে আসছেন। আমরা চেষ্টা করব যাতে নেপাল ম্যাচে অন্তত কিছু মিনিট খেলার সুযোগ পান।’
নেপালের বিপক্ষে ১৩ নভেম্বরের পর ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। সবশেষ অ্যাওয়ে ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে আসরের শেষ ম্যাচে খেলা। ভারতের বিপক্ষের এ বছরের শেষ ম্যাচটি খেলবেন জামাল-হামজারা।
এসএস/টিএ