চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে এসে ধরা পড়েছেন দুই রোহিঙ্গা নারী। সৌদি আরব যাওয়ার উদ্দেশ্যে তারা বাংলাদেশি পাসপোর্ট তৈরির চেষ্টা করছিলেন বলে স্বীকারোক্তি মিলেছে। পরে যাচাই-বাছাই শেষে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তারা নথিপত্র ও তথ্যাদি পরীক্ষা করার সময় তাদের কথাবার্তা ও নথিপত্রে অসামঞ্জস্যতা দেখে সন্দেহ করেন। নিবিড় জিজ্ঞাসাবাদের মুখে তারা নিজেদের মিয়ানমারের বাস্তুচ্যুত নাগরিক (রোহিঙ্গা) বলে স্বীকার করেন।
তারা জানান, দালালদের মাধ্যমে মোটা অংকের টাকার বিনিময়ে জাল কাগজপত্র তৈরি করে বাংলাদেশি পরিচয়ে পাসপোর্ট করার চেষ্টা করছিলেন।
পাসপোর্ট অফিস সূত্রে জানা যায়, আটককৃত দুই নারী সৌদি আরব যাওয়ার জন্য পাসপোর্টের আবেদন করেছিলেন।
আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক (নাম উল্লেখ না করা হলে পদবি ব্যবহার করা যেতে পারে) জানান, অনুপ্রবেশকারী রোহিঙ্গারা যাতে কোনোভাবেই বাংলাদেশি পাসপোর্ট গ্রহণ করতে না পারে, সেজন্য তারা সর্বদা কঠোর নজরদারি রাখছেন।
তিনি আরও বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন যে সৌদি আরবে যাওয়ার জন্য তারা এই অপচেষ্টা করেছিলেন।”
আটককৃত দুই রোহিঙ্গা নারীকে পরে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপুর সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এমআর