প্রতিপক্ষ হন্ডুরাসকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করল ব্রাজিল। অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ফরোয়ার্ডদের অবিশ্বাস্য পারফরম্যান্সে হন্ডুরাসকে ৭-০ গোলে হারিয়েছেন নেইমারের উত্তরসূরিরা। ব্রাজিলের ভবিষ্যত তারকাদের এমন দানবীয় পারফরম্যান্সে খুশি দলটির সমর্থকরা।
তিন পয়েন্ট নিয়ে ব্রাজিল অনূর্ধ্ব-১৭ দল গ্রুপ ‘এইচ’-এর শীর্ষে অবস্থান করছে। তাদের পরবর্তী ম্যাচ ইন্দোনেশিয়ার বিপক্ষে শুক্রবার (৭ নভেম্বর) ব্রাজিলের স্থানীয় সময় দুপুর ১২টা ৪৫ মিনিটে একই ভেন্যু অ্যাসপায়ার জোনে অনুষ্ঠিত হবে।
হন্ডুরাসকে হারানোর ম্যাচে দারুণ ছন্দে ছিলেন ব্রাজিলের ফরোয়ার্ড রুয়ান পাবলো। ম্যাচ শেষে তিনি বলেন, ‘জয়ের মাধ্যমে টুর্নামেন্ট শুরু করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি পরের ম্যাচের জন্য আত্মবিশ্বাস বাড়ায়। আমি ভালো খেলেছি এবং সতীর্থদের প্রতি কৃতজ্ঞ, যারা আমাকে সাহায্য করেছে। আমি আমার প্রথম গোল করতে পেরে আনন্দিত।’
তিনি আরও বলেন, ‘আমাদের দল খুব ঐক্যবদ্ধ এবং লক্ষ্য একটাই-বিশ্বকাপের শিরোপা জয় করা। এখানে সবাই দারুণ বন্ধু, আমরা এক পরিবার। আমরা চ্যাম্পিয়ন হবো। তবে এখন আমাদের মনোযোগ ইন্দোনেশিয়ার ম্যাচে। আমরা আরেকটি জয়ের প্রত্যাশা করছি।’
টিজে/এসএন