একসময় উপস্থাপনার মঞ্চে নিয়মিত দ্যুতি ছড়ালেও জনপ্রিয় অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা এখন অভিনয়েই বেশি মনোযোগী হতে চান। তার মতে, উপস্থাপনা অনেক করা হলেও অভিনয়ের ‘মনের বাসনা’ এখনো অনেকাংশে অপূর্ণ রয়ে গেছে। সম্প্রতি দেশের একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি তার বর্তমান ব্যস্ততা, ব্যক্তিগত জীবন এবং চলচ্চিত্র আইকন সালমান শাহকে নিয়ে কথা বলেন।
বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে নাবিলা বলেন, ‘ব্যস্ততা তো টুকটাক কিছু কাজ চলছে। ফিল্ম নিয়ে ব্যস্ততা থাকলে আরও বেশি ভালো লাগত। কিন্তু টুকটাক কিছু কাজ চলছে আর আমার সংসার তো আছে। আশা করি খুব তাড়াতাড়ি (বড় কাজ) হবে।’
সিনেমায় ফেরা নিয়ে এই ‘আয়নাবাজি’ খ্যাত অভিনেত্রী বলেন, ‘সিনেমায় কবে দেখতে পাবেন, আমি এখনো জানি না। আমি চাই খুব তাড়াতাড়ি দেখা হোক। সময় হলে জানা যাবে।’
একসময় উপস্থাপনায় নিয়মিত ছিলেন নাবিলা। তবে অভিনয়ে মনোযোগ দিতে গিয়ে তা থেকে কিছুটা সরে এসেছেন। দুটো মাধ্যমের মধ্যে তুলনা করে তিনি বলেন, ‘এনজয় আসলে দুটোই করি। কিন্তু উপস্থাপন আমি এত করেছি যে অভিনয় করার খোরাকটা, মনের বাসনাটা এখনো অনেকখানি রয়ে গেছে। তো সেটা বেশি বেশি করতে চাই।’
ক্যামেরার সামনের চাকচিক্যময় জীবনের বাইরে ব্যক্তি নাবিলা কেমন? এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, তিনি খুবই সাধারণ একজন মানুষ। নাবিলা বলেন, ‘নাবিলা খুবই সাধারণ মানুষ। খুবই সিম্পল জীবনযাপন করতে পছন্দ করে। যেহেতু অভিনয় করতে পছন্দ করে, মিডিয়াতে কাজ করতে পছন্দ করে, তাই মাঝে মাঝেই চাকচিক্যের মাঝে চলে আসে। কিন্তু ব্যক্তি নাবিলা বেশ সাধারণ।’
আলাপচারিতায় নাবিলা তার পছন্দের একটি শখের কথাও জানান। তিনি রান্না করতে এবং অতিথি আপ্যায়ন করতে খুব ভালোবাসেন। এটিকে তিনি তার প্রধান ‘হবি’ হিসেবে উল্লেখ করে বলেন, ‘আমি রান্না করতে খুবই ভালোবাসি। আমি আপ্যায়ন করতে খুবই ভালোবাসি। উইকেন্ড হলেই, বৃহস্পতি-শুক্রবার এলেই আমার রান্না করার একটা হিড়িক জাগে, যদি সেদিন কোনো কাজ না থাকে।’ রান্না তার মন ভালো করারও ওষুধ।
অভিনেত্রী যোগ করেন, ‘ভালো লাগে। মন খারাপ হলে রান্না করলে মনটা ভালো হয়ে যায়।’
কথাবার্তার একপর্যায়ে ক্ষণজন্মা তারকা সালমান শাহকে নিয়েও কথা বলেন নাবিলা। তিনি বলেন, ‘সালমান আমাদের সবচেয়ে পছন্দের। সালমান মানে আমাদের বাংলাদেশি সিনেমার আইকন। তার মৃত্যুটাই তো অনাকাঙ্ক্ষিত ছিল। আমরা চাই যে, যেটি ন্যায়বিচার, সেটি হোক, যা সত্য সেটা যাতে সামনে আসুক।’
পিএ/এসএন