তেলুগু সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলীলা বর্তমানে এক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত তাঁর ছবি মাস জাথারা, যেখানে তিনি রবি তেজার বিপরীতে অভিনয় করেছেন, বক্স অফিসে ভয়াবহভাবে মুখ থুবড়ে পড়েছে। পরপর পাঁচটি ব্যর্থ সিনেমার তালিকায় এই ছবিটি তাঁর ক্যারিয়ারে নতুন এক দুঃসময়ের প্রতীক হয়ে দাঁড়িয়েছে।
দর্শকদের প্রত্যাশা ছিল রবি তেজা ও শ্রীলীলার জুটি নতুন প্রাণ আনবে, কিন্তু ছবিটি মুক্তির পর থেকে সমালোচনার ঝড় উঠেছে। অনেকেই বলছেন, ছবিতে শ্রীলীলাকে শুধু গানের দৃশ্য ও সীমিত উপস্থিতিতেই আবদ্ধ রাখা হয়েছে। এমন পুরোনো ধাঁচের চরিত্র বেছে নেওয়ায় তাঁর প্রতি হতাশা প্রকাশ করেছেন ভক্তরাও।
এর আগেও স্কান্দা, এক্সট্রা অর্ডিনারি ম্যান, রবিনহুড এবং জুনিয়র-এই চারটি ছবিতেও একই পরিণতি বরণ করতে হয়েছে তাঁকে। একের পর এক ব্যর্থতা যেন তাঁর বক্স অফিস বিশ্বাসযোগ্যতাকেই প্রশ্নের মুখে ফেলেছে। সোশ্যাল মিডিয়ায় অনেকে মন্তব্য করছেন, শ্রীলীলার উচিত এখন শক্তিশালী ও অভিনয়নির্ভর চরিত্রে ফেরা, শুধুমাত্র গ্ল্যামার নির্ভর সিনেমা নয়।
তবে সব হতাশার মাঝেও অভিনেত্রীর মনোবল ভাঙেনি। ইতিমধ্যে তিনি শেষ করেছেন উস্তাদ ভাগাত সিং (পাওয়ান কল্যাণের সঙ্গে) এবং পরাশক্তি (শিবকার্তিকেয়নের বিপরীতে)–এর মতো বড় প্রকল্প। দুটি সিনেমাই আগামী সংক্রান্তি উৎসবে মুক্তির অপেক্ষায়। পাশাপাশি, তিনি চোখ রাখছেন বলিউডে তাঁর প্রথম ছবির দিকে, যেখানে তিনি কার্তিক আরিয়ানের সঙ্গে পর্দা ভাগ করবেন।
বর্তমানে তেলুগু ইন্ডাস্ট্রিতে তাঁর নতুন কোনো প্রকল্প ঘোষণা হয়নি। ফলে শ্রীলীলার পরবর্তী সিদ্ধান্তগুলোই নির্ধারণ করবে তিনি এই প্রতিকূল সময় থেকে কীভাবে ফিরে আসবেন—তারকা-জীবনের এই মোড়েই হয়তো লুকিয়ে আছে তাঁর পুনর্জন্মের গল্প।
কেএন/টিএ