বলিউড অভিনেত্রী দীপিকা কক্কর লিভার ক্যানসারে আক্রান্ত হয়েছেন। চলতি বছরের মাঝামাঝি সময়টাতে দ্বিতীয় ধাপে ক্যানসার ধরা পড়ে তার। অভিনেত্রী তার শারীরিক অবস্থার কথা নিজেই জানিয়েছিলেন সামাজিক মাধ্যমে।
মাস কয়েক আগে অস্ত্রোপচারও হয়েছে। বেশ সুস্থ হয়ে উঠছিলেন। এর মাঝেই হঠাৎ হাসপাতালে ভর্তি হলেন অভিনেত্রী।
কিছুদিন আগেই দীপিকা জানিয়েছিলেন, তার ‘টার্গেট থেরাপি’ শুরু হয়েছে। যার পার্শ্বপ্রতিক্রিয়া স্বরূপ সারাক্ষণ গা-বমি বমি ভাব, মাথা ঘোরানোর সঙ্গে শুরু হয়েছিল চুল পড়ে যাওয়ার মতো সমস্যা।
অস্ত্রোপচারের পর থেকে জীবনটাই বদলে গেছে তার। আগে তিনি এক জায়গায় বসে থাকতে পারতেন না। অভিনয় হোক বা বাড়ির কাজ, সব সময়ে কাজেই নিমগ্ন থাকতেন তিনি। কিন্তু এখন শরীর সায় দিচ্ছে না দীপিকার।
এদিকে প্রতি দুই মাস অন্তর তাকে হাসপাতালে ভর্তি হতে হয় শরীরে রক্ত নেয়ার জন্য। সেই সময়ে রক্ত পরীক্ষাও করা হয়। পরীক্ষার ফল নিয়ে বেশ উদ্বেগেই থাকেন দম্পতি।
উল্লেখ্য, ২০১০ সালে ‘নীড় ভারে তেরে ন্যায়না দেবী’ ধারাবাহিকে লক্ষ্মী চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি অভিনয় জগতে পা রাখেন। এরপর, তিনি ‘আগলে জানাম মোহে বিটিয়া হি কিজো’ ধারাবাহিকে রেখা চরিত্রে অভিনয় করেন।
পিএ/এসএন