চট্টগ্রাম বন্দরের ট্যারিফ নিয়ে ক্ষোভ, সোমবার আলোচনায় বসছেন নৌ পরিবহন উপদেষ্টা

চট্টগ্রাম বন্দরের বাড়তি ট্যারিফ নিয়ে ব্যবসায়ীদের অসন্তোষ নিরসনে অবশেষে বৈঠকে বসতে যাচ্ছেন নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। আগামী ১০ নভেম্বর বন্দর ব্যবহারকারী সব পক্ষের সঙ্গে উপদেষ্টার বৈঠকের আয়োজন করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। একইসঙ্গে আলোচনা ছাড়াই ভাড়া বাড়ানো ২১টি বেসরকারি অফডক মালিকদের সংগঠন বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপো অ্যাসোসিয়েশনকে (বিকডা) তলব করেছে মন্ত্রণালয়।

বিদেশি কনসালটেন্ট প্রতিষ্ঠানের সুপারিশ অনুযায়ী, নতুন ট্যারিফ কাঠামো বাস্তবায়নের এক মাসের কম সময়ের মধ্যে পর্যালোচনা সভায় বসতে হচ্ছে চট্টগ্রাম বন্দরকে। দীর্ঘ ৩৯ বছর পর চট্টগ্রাম বন্দর ট্যারিফ বাড়ালেও তা ছিল নিয়মের চেয়ে অনেক বেশি। এমনকি অভিযোগ রয়েছে আলোচনা ছাড়াই বন্দরের একক সিদ্ধান্তে বেড়েছে এই ট্যারিফ।

বিজিএমইএর প্রথম সহ-সভাপতি সেলিম রহমান বলেন, কোনো স্টেকহোল্ডারদের সঙ্গে কথা বলা হয়নি। একক সিদ্ধান্তে বাড়ানো হয়েছে ট্যারিফ। স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে ধাপে ধাপে ট্যারিফ নির্ধারণ করা যেত।

মূলত প্রতি কেজি আমদানি পণ্যে মাত্র ১২ পয়সা করে ট্যারিফ বেড়েছে বলে বন্দর দাবি করলেও প্রকৃত অর্থে বেড়েছে ৪১ থেকে ৬০ শতাংশ। ট্যারিফের অংশ হিসেবে গেট ভাড়া বেড়ে যাওয়ায় ধর্মঘট ডেকে এক প্রকার বন্দর অচল করে দিয়েছিল পরিবহন মালিক-শ্রমিকেরা। এনিয়ে ব্যবসায়ীদের পক্ষ থেকে কঠোর আপত্তি ওঠায় ক্ষোভ প্রশমনে আগামী ১০ নভেম্বর চট্টগ্রাম বন্দর ভবনে স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনায় বসবেন নৌ পরিবহন উপদেষ্টা।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক বলেন, চট্টগ্রামের বন্দরের বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি ১০ নভেম্বর বিকেলে স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলবেন নৌ উপদেষ্টা। সেখানে বন্দরের চার্জ, ট্যারিফসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।

এদিকে, মার্কিন ডলারের সঙ্গে টাকার দরের তারতম্যের অভিযোগ এনে তিন বছরের ব্যবধানে ৩০ থেকে ৬২ শতাংশ ট্যারিফ বাড়িয়েছে ২১টি বেসরকারি অফডক। অথচ ট্যারিফ বাড়ানো ক্ষেত্রে নির্ধারিত কমিটির সঙ্গে আলোচনার বিধান থাকলেও এখানে তা মানা হয়নি বলে অভিযোগ উঠেছে।

এ অবস্থায় ৯ নভেম্বর নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিবের সভাপতিত্বে আয়োজিত সভায় বিকডাকে অভিযোগের জবাব দিতে বলা হয়েছে। বিকডার মহাসচিব রুহুল আমিন সিকদার বিপ্লব বলেন, ব্যয় বাড়ানোটা অনুমোদনহীন বলে মনে করছেন স্টেকহোল্ডাররা। তাই তারা নৌ পরিবহন মন্ত্রণালয়ে অভিযোগ করেছেন। এ বিষয়ে আগামী ৯ নভেম্বরের সভায় আলোচনা হবে।

দেশের আমদানি-রফতানি বাণিজ্যে বছরে অন্তত আড়াই লাখ কোটি টাকার পণ্য ওঠানামা হয় চট্টগ্রাম বন্দরে। তা থেকে লাভ হচ্ছে ৫ হাজার কোটি টাকার বেশি। আবার এসব পণ্য ওঠানামার মাধ্যমে ২১টি অফডকের লাভ হাজার কোটি টাকা। তবে এরপরেও বন্দর এবং অফডকের বাড়তি ট্যারিফ নিয়ে অসন্তোষ রয়েছে ব্যবসায়ী ও বন্দর ব্যবহারকারীদের।

বন্দর এবং অফডকগুলোর এই বাড়তি ট্যারিফ দেশের আমদানি-রফতানি বাণিজ্যকে যেমন বিপর্যয়ের মুখে ফেলছে, তেমনি অনিশ্চিত করে তুলছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা। এ অবস্থায় নৌ উপদেষ্টার সঙ্গে ব্যবসায়ীদের বৈঠকে বসার পাশাপাশি বিকডাকে মন্ত্রণালয়ের তলব করায় অর্থনীতির জন্য ইতিবাচক হিসেবে দেখছেন বন্দর ব্যবহারকারীরা।

এমএসসি শিপিংয়ের হেড অব অপারেশন আজমীর হোসাইন চৌধুরী বলেন, একটি এলসিএল কনটেইনার হ্যান্ডলিংয়ের মাধ্যমে খালাস করতে আগে ২৯২ ডলার বন্দরকে চার্জ দিতে হতো। এখন সেটা বেড়ে ১৩৩৫ ডলারে মতো হয়ে গেছে, ভ্যাটসহ যা ১৫৮৪ ডলার। যা অনেক বেশি হয়ে গেছে।

উল্লেখ্য, এক মাস পিছিয়ে গত ১৫ অক্টোবর থেকে চট্টগ্রাম বন্দর এবং পহেলা সেপ্টেম্বর থেকে ২১টি বেসরকারি অফডক নতুন ট্যারিফ সিস্টেম কার্যকর করেছে।

এমকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
২১ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি Jan 01, 2026
img
আইপিএলে মুস্তাফিজকে বয়কটের ঘোষণা Jan 01, 2026
img
বসুন্ধরা চেয়ারম্যানের স্ত্রী আফরোজার ভবনসহ জমি জব্দের আদেশ Jan 01, 2026
img
এনইআইআর পদ্ধতি চালু হওয়ায় মোবাইল ব্যবসায়ীদের বিক্ষোভ Jan 01, 2026
img
ফ্রান্সের নাগরিকত্ব গ্রহণ করায় জর্জ ক্লুনি দম্পতিকে ট্রাম্পের কটাক্ষ Jan 01, 2026
img
কেউ কেউ হয়তো চান বাচ্চা বড় হয়ে উপদেষ্টা হবে : রিজওয়ানা হাসান Jan 01, 2026
img
বাংলা গানের জনপ্রিয় সুরকার ও সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুলের জন্মদিন আজ Jan 01, 2026
img
৮৫ লাখ টাকার গাড়িতে চড়েন জিএম কাদের, বেড়েছে নগদ অর্থ Jan 01, 2026
img
সাকিবকে বিসিবির চেয়ে বড় বলায় কারণ দর্শানোর নোটিশ পেতে যাচ্ছেন রকিবুল হাসান Jan 01, 2026
img
সন্ধ্যায় তারেক রহমানকে শোক জানাতে কার্যালয়ে যাবেন ডা. শফিকুর রহমান Jan 01, 2026
img
৪ কোটি টাকার সম্পদের মালিক টুকু, ‘গৃহিণী’ স্ত্রী ২৪ কোটি Jan 01, 2026
img
নতুন বছরে কিছু গল্প হাতে নিয়েছি, যেখানে রাক্ষস আন্ধারে জংলি হয়ে উঠবে: সিয়াম Jan 01, 2026
img

ওসমান হাদি হত্যা

সঞ্জয় ও ফয়সালের দায় স্বীকার Jan 01, 2026
img
বিপিএলে টানা দ্বিতীয় জয়ের লক্ষ্যে টস জিতে ফিল্ডিংয়ে রংপুর Jan 01, 2026
img
খ্যাতির মোহে নয়, শ্রোতার হৃদয় স্পর্শ করার জন্যই শিল্পীজীবন বেছে নিয়েছি : জেফার Jan 01, 2026
img
ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল হলেন মোহাম্মদ আরশাদুর রউফ Jan 01, 2026
img
মেট্রোরেলের দুটি বিয়ারিং প্যাডই ছিল ত্রুটিপূর্ণ : তদন্ত কমিটি Jan 01, 2026
img
গয়না-গাড়িহীন মেঘনা আলম, পেশায় রাজনৈতিক প্রশিক্ষক Jan 01, 2026
img
নতুন বছরে ভক্তের সেলফিতে ঐশ্বরিয়া-অভিষেক Jan 01, 2026
img
আখতারের বাড়ি-গাড়ি নেই, বার্ষিক আয় ৫ লাখ টাকা Jan 01, 2026