ঢাকার অদূরে চট্টগ্রামে শুরু হয়েছে সত্য ঘটনা অবলম্বনে নতুন সিনেমা ‘ট্রাইব্যুনাল’-এর শুটিং। পরিচালনার দায়িত্বে রয়েছেন রায়হান খান। আদালতের পরিবেশে আবর্তিত এই কোর্টরুম ড্রামায় একসঙ্গে কাজ করছেন প্রজন্মের জনপ্রিয় তারকারা।
পরিচালক জানিয়েছেন, গল্পই এই সিনেমার প্রাণ। বাস্তব ঘটনার অনুপ্রেরণায় নির্মিত এই ছবিতে ন্যায়বিচার, অপরাধ ও মানবিকতার জটিল মিশ্রণ তুলে ধরা হবে। দর্শককে ভাবিয়ে তুলবে এমন এক আবহ তৈরি করছেন তিনি।
সিনেমাটিতে অভিনয় করছেন তানিয়া বৃষ্টি, মৌসুমী হামিদ ও সায়রা আক্তার। তাদের সঙ্গে রয়েছেন অভিজ্ঞ অভিনেতা তারিক আনাম খান ও সাবেরি আলম। নতুন প্রজন্মের আদর আজাদ, রাকিব হোসেন ইভান এবং মিলন ভট্টাচার্যও গুরুত্বপূর্ণ চরিত্রে যুক্ত হয়েছেন।
সবচেয়ে বড় চমক হিসেবে হাজির হচ্ছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া।
পরিচালক রায়হান খান বলেন, “গল্পের প্রয়োজনেই ফারিয়াকে যুক্ত করা হয়েছে। দর্শক তাকে এক ভিন্ন চরিত্রে দেখতে পাবেন, যা ছবির মোড় ঘুরিয়ে দেবে।”
চট্টগ্রামের বিভিন্ন লোকেশনে চলছে ‘ট্রাইব্যুনাল’-এর শুটিং। শিগগিরই সিনেমাটির প্রথম লুক ও মুক্তির সময়সূচি প্রকাশ করা হবে।
কেএন/টিকে