বলিউডের জনপ্রিয় অ্যাকশন ফ্র্যাঞ্চাইজি ‘ফোর্স’-এর নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। এবার ছবির সঙ্গে যুক্ত হয়েছেন তরুণ অভিনেতা হার্শবর্ধন রানে। জন আব্রাহামের বিপরীতে তাঁকে দেখা যাবে ‘ফোর্স ৩’-এ, যা নিয়ে ইতোমধ্যেই উত্তেজনা ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
হার্শবর্ধন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করে লিখেছেন, “জন আব্রাহাম আমাকে ফোর্স ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব দিয়েছেন। এই মুহূর্তে আমি শুধু তাঁকে ধন্যবাদ জানাতে পারি। শুটিং শুরু হবে আগামী মার্চে।”
তাঁর পোস্টটি ট্রিম্বাকেশ্বর মন্দিরে তোলা, যেখানে অভিনেতা প্রকাশ করেছেন নিজের আবেগ ও কৃতজ্ঞতা। যদিও এখনো তাঁর চরিত্রের ধরন প্রকাশ করা হয়নি, তবুও ভক্তদের মধ্যে জল্পনা— তিনি কি নতুন নায়ক নাকি খলনায়ক হিসেবে হাজির হবেন?
‘ফোর্স’ সিরিজের প্রথম ছবি মুক্তি পায় ২০১১ সালে নিশিকান্ত কামাতের পরিচালনায়, যেখানে জনের বিপরীতে ছিলেন জেনেলিয়া ডি’সুজা। এরপর ২০১৬ সালে মুক্তি পায় ‘ফোর্স ২’, সোনাক্ষী সিনহা ছিলেন সহঅভিনেত্রী।
তৃতীয় পর্বে নতুন রূপ ও নতুন মুখ নিয়ে ফিরছে এই সিরিজ। জন আব্রাহামের বলিষ্ঠ উপস্থিতির সঙ্গে হার্শবর্ধনের তেজ ও নতুন শক্তির মিশ্রণ ‘ফোর্স ৩’-কে পরিণত করতে পারে বছরের অন্যতম আলোচিত অ্যাকশন ছবিতে।
এসএন