বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা সম্প্রতি তার অনুভূতি ব্যক্ত করেছেন মা হওয়ার প্রভাব নিয়ে। তিনি জানিয়েছেন, আগে কেউ বললেও বিশ্বাস করতেন না যে একদিন নিজের থেকেও কাউকে বেশি ভালোবাসা সম্ভব। কিন্তু মা হওয়ার পর তার জীবনের দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে গেছে। প্রীতি জানান, সন্তান জন্মানোর আনন্দ ও দায়িত্ব তার হৃদয়ে এমন গভীর ভালোবাসা জন্ম দিয়েছে যা আগে কল্পনাও করতে পারতেন না। এই নতুন অভিজ্ঞতা তার জীবনের অনেক দিককে পুনঃসংজ্ঞায়িত করেছে। প্রীতি জিন্টা মনে করেন, মা হওয়ার অনুভূতি জীবনের অন্যতম প্রাকৃতিক ও অমূল্য অনুভূতি।
এবি/টিকে