বলিউড তারকা ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ প্রথমবারের মতো পুত্রসন্তানের অভিভাবক হয়েছেন। সুখবরটি প্রকাশ্যে আসতেই বলিউডজুড়ে শুরু হয়েছে অভিনন্দনের ঢল। সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছাবার্তায় ভরে গেছে তারকা দম্পতির ইনস্টাগ্রাম।
কারিনা কাপুর খান লিখেছেন, “ক্যাট্ট্ট্ট, মায়ের ক্লাবে স্বাগতম! তোমার আর ভিকির জন্য আমি ভীষণ খুশি।” প্রিয়াঙ্কা চোপড়া জানান, “সো থ্রিল্ড! কনগ্র্যাচুলেশনস।” আসন্ন বাবা রাজকুমার রাও মন্তব্য করেন, “এটাই জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতি। তোমাদের সন্তানকে ঈশ্বর আশীর্বাদ করুন।” বিপাশা বসু লিখেছেন, “ছোট্ট অতিথির জন্য রইল অনেক ভালোবাসা।”
নতুন মা পরিণীতি চোপড়া বলেন, “কনগ্র্যাটস নিউ মামা অ্যান্ড পাপা!” সোনাক্ষী সিনহা শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, “দারুণ খুশি তোমাদের জন্য।” সোনম কাপুর জানান, “তোমরা দু’জনই অসাধারণ। আমার সমস্ত ভালোবাসা রইল।”
শুভেচ্ছার তালিকায় আছেন বর্ষীয়ান তারকারাও। মাধুরী দীক্ষিত লেখেন, “ছোট্ট শিশুটির জন্য অনেক ভালোবাসা।” অনিল কাপুর বার্তায় জানান, “কনগ্র্যাটস, ভিকি!”
নতুন জীবনের এই অধ্যায়ে ভিকি-ক্যাটরিনা দম্পতির প্রতি শুভেচ্ছা জানাচ্ছেন অসংখ্য ভক্ত ও সহকর্মী।
এবি/টিকে