প্রথমবারের মতো দেশের বাইরে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে দল পেয়েছিলেন তাইজুল ইসলাম। এসএ টোয়েন্টির এবারের আসরে ডারবান সুপার জায়ান্টসের হয়ে খেলার কথা ছিল তার। তবে শেষ পর্যন্ত আর তার খেলা হচ্ছে না। ইতোমধ্যেই তার বদলি ক্রিকেটারও কিনেছে দলটি।
দক্ষিণ আফ্রিকার এই ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টে তাইজুলের পরিবর্তে কেন উইলিয়ামসনকে দলে নিচ্ছে ডারবান এমনটাই জানিয়েছে ক্রিকেটভিত্তিক ভারতীয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো।
সর্বশেষ ড্রাফট থেকে তাইজুলকে দলে ভিড়িয়েছিল ডারবান। যেখানে তার পারিশ্রমিক ধরা হয়েছিল ৩৪ লাখ ৯০ হাজার টাকা (৫ লাখ দক্ষিণ আফ্রিকান র্যান্ড)।
বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে এসএ টোয়েন্টিতে দল পেয়েছেন তাইজুল। আর দেশের প্রথম ক্রিকেটার হিসেবে এই লিগে অভিষেকও হতো তার। তবে সেটা আর হচ্ছে না।
আগামী বছরের ২৩ জানুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত ছয় দলের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি (এসএ২০) অনুষ্ঠিত হবে। যা হবে লিগটির চতুর্থ আসর।
টিজে/টিকে