বলিউডে ধীরে ধীরে নিজের জায়গা পাকাপোক্ত করছেন অভিনেত্রী ও উদ্যোক্তা পারুল গুলাটি। জনপ্রিয় ওয়েব সিরিজ গার্লস হোস্টেল-এর মাধ্যমে যিনি দর্শকের নজরে এসেছিলেন, এবার সেই পারুলকে দেখা যাবে বিজয় নাম্বিয়ারের নতুন রোমান্টিক থ্রিলার তু যা মেইন-এ। ছবিতে তাঁর সহ-অভিনেতা আদর্শ গৌরব ও শনায়া কাপুর। ভালোবাসা, টানাপোড়েন আর টিকে থাকার লড়াই—এই তিনটি আবেগকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে সিনেমাটি।
ভ্যালেন্টাইনস ডে ২০২৬-এ মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। সম্প্রতি শেষ হয়েছে শুটিং, আর সেই উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে একান্ত এক সমাপ্তি উদযাপন। পারুল গুলাটি নিজের অনুভূতি জানাতে গিয়ে বলেন, “এই ছবির অংশ হতে পারা আমার স্বপ্নপূরণের মতো।” তিনি পরিচালক বেজয় নাম্বিয়ারের আবেগময় গল্প বলার ধরনকে প্রশংসা করে জানান, এই প্রজেক্টে কাজ করা তাঁর জীবনের এক বিশেষ অধ্যায়।
অভিনয়ের পাশাপাশি পারুল একজন সফল উদ্যোক্তাও। তাঁর প্রতিষ্ঠিত হেয়ার ব্র্যান্ড ‘নিশ হেয়ার’ ইতিমধ্যেই বাজারে জনপ্রিয়তা পেয়েছে। তবে অভিনয়েই যে তিনি নিজেকে আরও গভীরভাবে প্রতিষ্ঠিত করতে চান, তা স্পষ্ট তাঁর সাম্প্রতিক কাজের তালিকা দেখলেই বোঝা যায়।
ডিসেম্বর ২০২৫-এ মুক্তি পাচ্ছে কাপিল শর্মার নতুন কমেডি ছবি কিস কিসকো পেয়ার কারুঁ ২, যেখানে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে পারুলকে। এছাড়া ১৯৬০–এর দশকের চম্বলের প্রেক্ষাপটে নির্মিত ক্রাইম সিরিজ দোনালি-তেও তিনি অভিনয় করছেন দিব্যেন্দু, চাঙ্কি পাণ্ডে ও বারুণ সোবতির সঙ্গে।
বহুমুখী এই অভিনেত্রী তাই এখন এক নতুন যাত্রার শুরুতে—যেখানে অভিনয়, ব্যবসা ও আবেগ—সব মিলিয়ে তৈরি হচ্ছে তাঁর নিজস্ব বলিউড অধ্যায়।
আরপি/ টিকে