বলিউডের খান পরিবারে চলছে নতুন উত্তেজনার সূচনা। অরিয়ান খান, যিনি সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে নিজের অভিনয় দিয়ে নজর কেড়েছেন ‘দ্য ব্যাডস অফ বলিউড’-এ, এখন নিজস্ব চলচ্চিত্র নির্মাণের প্রস্তুতিতে ব্যস্ত। তার প্রথম বড় পর্দার পরিচালনা ২০২৬ সালে মুক্তি পাবে, কিন্তু আসল খবর আসলে তার পরবর্তী পরিকল্পনা। সূত্রের খবর, অরিয়ান ইতিমধ্যেই তৃতীয় পরিচালনার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন, যেখানে মুখ্য চরিত্রে থাকছেন তার বাবা, শাহরুখ খান। এই প্রজেক্টের মূল ধারণা ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে, যা ২০২৭ সালের জন্য পরিকল্পিত।
অরিয়ান দৃঢ়ভাবে বিশ্বাস করছেন যে তিনি আগে নিজেকে পরিচালক হিসেবে প্রতিষ্ঠা করবেন, তারপরই সুপারস্টার শাহরুখের সঙ্গে কাজ করবেন। তার আসন্ন দ্বিতীয় চলচ্চিত্রটি হবে সম্পূর্ণ বিনোদনধর্মী, যেখানে এইবার শাহরুখ খান পর্দার বাইরে থাকবেন। তবে বলিউড মহলে চলা গুজব অনুযায়ী, বাবা–ছেলের এই সহযোগিতা প্রজেক্টটি পরিস্থিতি অনুযায়ী তাড়াহুড়ো করে এগোতে পারে।
যদি এই প্রজেক্ট বাস্তবায়িত হয়, তবে এটি বলিউডের অন্যতম আবেগঘন ও সৃজনশীল হাই-স্টেকস দম্পতির কাজ হিসেবে বিবেচিত হবে। দর্শকরা ইতিমধ্যেই এই অভূতপূর্ব বাবা–ছেলের সিনেমা অপেক্ষায় বসেছেন, যা পর্দায় নতুন ইতিহাস রচনা করতে চলেছে।
ইএ/টিকে