টলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার সম্প্রতি নারীদের পারস্পরিক সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেন, “মেয়েরাই মেয়েদের বড় সমালোচক।” প্রিয়াঙ্কা জানান, অনেক সময় নারীরাই একে অপরের দুর্বলতা নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা করেন, যা মানসিক শক্তি কমিয়ে দেয়। তবে তিনি সহজ সমাধানও তুলে ধরেছেন, “মেয়েরা যদি মেয়েদের যন্ত্রণার কথা মন দিয়ে শোনেন, তাতেও অনেক সমস্যা লঘু হয়ে যায়।” তার এই উক্তি নারী সংহতি বা ‘সিস্টারহুড’-এর গুরুত্বকে প্রতিফলিত করে এবং পরামর্শ দেয় একে অপরের পাশে দাঁড়াতে ও সহানুভূতি দেখাতে।
এবি/টিকে