উইমেন’স ওয়ানডে বিশ্বকাপে দলসংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। ২০২৯ সালে পরবর্তী আসরে অংশ নেবে ১০ দল। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি শুক্রবার সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দিয়েছে।
ভারতে সম্প্রতি শেষ হওয়া বিশ্বকাপসহ গত সাতটি আসর হয়েছে ৮ দলের।
নাভি মুম্বাইয়ে গত রোববারের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে প্রথমবার উইমেন’স বিশ্বকাপ জয়ের স্বাদ পায় ভারত।
এই আসরে দর্শক উপস্থিতি স্পর্শ করেছে নতুন উচ্চতা। গোটা আসরে প্রায় তিন লাখ দর্শক স্টেডিয়ামে খেলা দেখেছে, যা নারী ক্রিকেট ইভেন্টে টুর্নামেন্টে দর্শক উপস্থিতির আগের রেকর্ড ভেঙে দিয়েছে। টেলিভিশন দর্শকেরও রেকর্ড হয়েছে এবার।
এই বিশ্বকাপের সাফল্যে উজ্জীবিত হয়ে পরবর্তী আসরে দলসংখ্যা আরও দুটি বাড়াতে সম্মত হয়েছে আইসিসি বোর্ড, জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।
এর আগে এবারের আসরে প্রাইজমানিও বাড়ায় আইসিসি। এবার মোট প্রাইজমানি ছিল ১ কোটি ৩৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার, আগের আসরের চেয়ে যা ২৯৭ শতাংশ বেশি। নিউ জিল্যান্ডে ২০২২ সালে অনুষ্ঠিত বিশ্বকাপে প্রাইজমানি ছিল ৩৫ লাখ মার্কিন ডলার।
এমআর/টিকে