সিরিজ নির্ধারণী ম্যাচে আজ মাঠে নামবে ভারত ও অস্ট্রেলিয়া
মোজো ডেস্ক 08:14AM, Nov 08, 2025
শেষ দিকে বোলারদের দারুণ কামব্যাকে লক্ষ্যটা হাতের নাগালে পেয়েছিল অস্ট্রেলিয়া। লাভ অবশ্য হয়নি। ব্যাটারদের ব্যর্থতায় চতুর্থ টি-টোয়েন্টিতে যে ৪৮ রানের বড় পরাজয় দেখতে হয়েছে তাদের।
এ জয়ে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গিয়েছিল ভারত। সিরিজের শেষ ও পঞ্চম ম্যাচ হবে আজ ৮ নভেম্বর ব্রিসবেনে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টা ১৫ মিনিটে। বৃষ্টিতে প্রথম ম্যাচ ভেস্তে গিয়েছিল। ক্যারারা ওভালে ১৬৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দেখেশুনে শুরুটা করে অস্ট্রেলিয়া। ৯.২ ওভারে ৩ উইকেটে ৭০ রান তুলে।
তবে তৃতীয় ব্যাটার হিসেবে অধিনায়ক মিচেল মার্শ ব্যক্তিগত ৩০ রানে আউট হওয়ার পরেই দৃশ্যপট যায় উল্টে। একের পর এক উইকেট হারিয়ে ১১৯ রানেই থেমে যায় অজিদের স্কোর। তারা শেষ ৬ উইকেট হারিয়েছে মাত্র ২৮ রানে। যার ৩টিই নিয়েছেন ওয়াশিংটন সুন্দর।
দলের হয়ে সর্বোচ্চ উইকেট নেওয়ার পথে রান খরচ করেছেন মাত্র ৩। ১.২ ওভার বল করেছেন এই অফস্পিনার। তবে ম্যাচসেরা হয়েছেন প্রথম ২ উইকেট নেওয়া বাঁহাতি স্পিনার অক্ষর প্যাটেল।
২ উইকেট নেওয়ার আগে শেষ দিকে ২১ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন অক্ষর। ১ ছক্কা ও চারে ১৯০.৯০ স্ট্রাইকরেটের ইনিংসটি না খেললে ভারত দেড় শ রানই করতে পারত না। উদ্বোধনী জুটিতে ৫৬ রানের সংগ্রহ এনে দিয়েছিলেন দুই ওপেনার অভিষেক শর্মা ও শুবমান গিল। ২৮ রানে বাঁহাতি ওপেনার অভিষেক আউট হওয়ার পর শিবম দুবে (২২) ও অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে ছোট্ট দুটি জুটি গড়েন গিল। তবে তৃতীয় ব্যাটার হিসেবে গিল আউট হতেই ভারতের ব্যাটিং ব্যর্থতা ফুটে ওঠে।
দলীয় ১২১ থেকে ১৩৬ রান করতেই ৪ উইকেট হারায় ভারত। যথাক্রমে আউট হওয়ায় ব্যাটার হচ্ছেন-গিল (৪৬), সূর্যকুমার (২০), তিলক ভার্মা (৫) ও জিতেশ শর্মা (৩)। সেখান থেকে ২১ রানের অপরাজিত ইনিংস খেলে ভারতকে ৮ উইকেটে ১৬৭ রানের সংগ্রহ এনে দেন ম্যাচসেরা অক্ষর। অস্ট্রেলিয়ার হয়ে ৩ টি করে উইকেট নেন নাথান এলিস ও অ্যাডাম জাম্পা।