বলিউডের তরুণ তারকা টাইগার শ্রফ নিজের জীবনের দর্শন তুলে ধরেছেন এক অনুপ্রেরণামূলক বার্তায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, “ভাগ্য হয়ত দরজা খুলে দেয়, কিন্তু ঘরে টিকিয়ে রাখে শুধুই কঠোর পরিশ্রম।”
সংক্ষিপ্ত এই বার্তাতেই যেন ধরা পড়েছে তার পুরো জীবনযাত্রার গল্প।
অ্যাকশন ও নাচে দক্ষ টাইগার বরাবরই পরিশ্রমী অভিনেতা হিসেবে পরিচিত। ক্যারিয়ারের শুরু থেকেই তিনি নিজের ফিটনেস ও শৃঙ্খলাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। তাই হয়ত বলিউডে প্রতিনিয়ত নতুন মুখ আসলেও নিজের জায়গা ধরে রেখেছেন দৃঢ়ভাবে। তাঁর এই বার্তা শুধু ভক্তদের নয়, তরুণ প্রজন্মের কাছেও হয়ে উঠেছে অনুপ্রেরণার উৎস।
শিল্পজগতে ভাগ্য অনেক সময় সুযোগ এনে দেয়, কিন্তু সেটি ধরে রাখার লড়াইটাই আসল- টাইগারের এই উপলব্ধিই যেন বাস্তব জীবনের এক অনস্বীকার্য সত্য।
টিএম/টিএ