আদিত্য সারপোতদার পরিচালিত ভৌতিক–কমেডি ‘থাম্মা’ এখন বক্স অফিসে চলছে মাঝারি গতিতে। আয়ুষ্মান খুরানা ও রাশমিকা মান্দান্না অভিনীত এই ছবিটি প্রথম সপ্তাহে প্রশংসা ও বিতর্ক দুইই কুড়িয়েছে। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ছবির তিনটি আইটেম গান, যা নিয়ে দর্শক ও সমালোচকদের মধ্যে চলছে তুমুল বিতর্ক।
একদল দর্শকের দাবি, এই গানগুলো ছবিতে এনেছে উচ্ছ্বাস ও রঙিনতা; কিন্তু আরেক অংশ মনে করছে, গানগুলো গল্পের গতি ও আবহ নষ্ট করেছে। অতিপ্রাকৃত প্রেমের ভিত্তিতে দাঁড়ানো এই ছবির মেজাজ নাকি ভেঙে দিয়েছে অতিরিক্ত ঝলমলে সঙ্গীতাংশ।
নির্মাতা আদিত্য সারপোতদার অবশ্য গানগুলোকে বলছেন ছবির “বাজারজাতকরণের সম্পদ” যা দর্শক টানার উপায়। কিন্তু সমালোচকদের অভিযোগ, এসব গানের দৃশ্য গল্পের সঙ্গে অর্গানিকভাবে মেলেনি; বরং ‘মুঞ্জ্যা’ বা ‘স্ত্রী’র মতো সফল সিনেমার তুলনায় ‘থাম্মা’ হারিয়েছে সেই ভারসাম্য।
যদিও ছবিতে তারকাদের উপস্থিতি আর ম্যাডক হরর কমেডি ইউনিভার্সের সংযোগ ছিল বড় আকর্ষণ, তবু আগের ছবিগুলোর সাফল্যের ছায়া ছুঁতে পারেনি ‘থাম্মা’। শেষমেশ দর্শকের রায় পরিষ্কার চকচকে আয়োজন নয়, আসল গল্পই আসল শক্তি।
এমকে/টিএ