অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে আরেকটি মাইলফলক স্পর্শ করলেন ভারতের তরুণ ওপেনার অভিষেক শর্মা।সবচেয়ে কম বল খেলে টি-টোয়েন্টিতে ১০০০ রান পূরণের কীর্তি এবার নিজের দখলে নিলেন এই বিস্ফোরক ব্যাটার। এর আগে এই রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার টিম ডেভিডের।
অভিষেক শর্মা ৫২৮ বল খেলেই ১০০০ রানে পৌঁছেছেন, যা এখন পর্যন্ত সবচেয়ে দ্রুততম।
তার পরেই আছেন টিম ডেভিড ও ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। তাদের লেগেছিল যথাক্রমে ৫৬৯ ও ৫৭৩ বল করে।
ইনিংসের হিসেবেও অভিষেক শর্মা এখন দ্বিতীয় দ্রুততম ভারতীয় ব্যাটার হিসেবে ১০০০ রানের ক্লাবে পৌঁছালেন। তিনি মাত্র ২৮ ইনিংসে মাইলফলক ছুঁয়েছেন।
ভারতের মধ্যে তার চেয়ে দ্রুততর কেবল বিরাট কোহলি (২৭ ইনিংস)।
অস্ট্রেলিয়ায় চলমান সিরিজে অভিষেক বেশ কয়েকটি ভালো শুরু করলেও বড় ইনিংসে রূপ দিতে পারেননি তার আক্রমণাত্মক ব্যাটিংয়ের কারণে। মেলবোর্নে দ্বিতীয় টি-টোয়েন্টিতে তার ৬৮ রানের ইনিংস সিরিজে এখন পর্যন্ত অন্যতম সেরা পারফরম্যান্স।
এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত তিনি একটি ছক্কা ও চারটি চারে ব্যাট করছিলেন ২৩ রান (১৩ বলে)।
তবে পাওয়ার-প্লে শেষ হওয়ার ঠিক আগেই বৃষ্টির কারণে খেলা বন্ধ রয়েছে।
এমআর/টিকে