ঘরোয়া ক্রিকেটে বাবা ও ছেলেকে একই ম্যাচে দেখা গেলেও আন্তর্জাতিক ম্যাচে এমন কিছু ঘটল প্রথমবার। একই ম্যাচে খেলেছেন ১৭ বর্ষী ছেলে ও ৫০ বর্ষী বাবা। ইতিহাসে প্রথম এমন অনন্য কীর্তি গড়ে রেকর্ড গড়ল এশিয়ার দেশ পূর্ব তিমুর। ১১১তম দেশ হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা হয়েছিল দেশটির।
ইন্দোনেশিয়ার বালিতে ত্রিদেশীয় সিরিজে ইন্দোনেশিয়ার বিপক্ষে পূর্ব তিমুরের হয়ে খেলতে নেমে এই রেকর্ড গড়েন সুহাইল সাত্তার ও তার ছেলে ইয়াহিয়া সুহাইল। ত্রিদেশীয় সিরিজের আরেক দল মিয়ানমার।
৬ নভেম্বরের সেই ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে ৬১ রান করে পূর্ব তিমুর। তিনে নেমে দলের হয়ে সর্বোচ্চ ১৪ রান করেন সাত্তার। আর পাঁচে নেমে ৬ বলে ১ রান করে রান আউট হন ছেলে ইয়াহিয়া। যদিও সেই ম্যাচে ১০ উইকেটের বড় ব্যবধানে তারা হেরে যায়।
ছেলেদের আন্তর্জাতিক ক্রিকেটে না হলেও মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে মা-মেয়ের একই দলে খেলার বিরল ইতিহাস আছে। সুইজারল্যান্ডের হয়ে ২০২৫ সালে ছয়টি আন্তর্জাতিক টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন ৪৫ বর্ষী মেটি ফের্নান্দেজ ও তার ১৭ বর্ষী কন্যা নাইনা মেটি সাজু।
আর ঘরোয়া ক্রিকেটে প্রথম শ্রেণির ম্যাচে গায়ানার হয়ে একসঙ্গে খেলেছিলেন কিংবদন্তি শিবনারায়ন চন্দরপল ও তার ছেলে তেজনারায়ন চন্দরপল। সবমিলিয়ে বাবা-ছেলে খেলেছেন ১১টি ম্যাচ।
আরপি/টিকে