ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর বিএনপির মনোনয়ন ঘোষণার পর সামগ্রিক পরিস্থিতি ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে। শুক্রবার (৭ নভেম্বর) তাদের দুই গ্রুপের উদ্যোগে পাল্টাপাল্টি শো-ডাউন করা হয়েছে।
এরমধ্যে, এক গ্রুপের পক্ষ থেকে বিএনপি থেকে প্রাথমিকভাবে ঘোষিত মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে রবিবার (৯ নভেম্বর) নবীনগর থেকে বাঙ্গরা পর্যন্ত ১২ কিলোমিটার সড়কে দীর্ঘ মানববন্ধনের ডাক দেওয়া হয়েছে।
এদিকে শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় এম এ মান্নানের মনোনয়ন বাতিলের দাবিতে উপজেলা সদরে কিছু মহিলা ও পুরুষকে একটি ঝাড়ু মিছিল করতে দেখা যায়। এ নিয়ে ফেসবুকসহ বিভিন্ন মহলে আলোচনা চলছে।
জানা গেছে, শনিবার দুপুরে ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পাওয়া, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মান্নান গ্রুপের উদ্যোগে জনসভা ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
স্থানীয় আলীয়াবাদ গোল চত্বরে সমাবেশে এম এ মান্নানের অনুসারী নেতারা বক্তব্য দেন।
সমাবেশ শেষে এম এ মান্নানের নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে আনন্দ শোভাযাত্রা গোল চত্বর থেকে উপজেলা সদরে যায়। এরপর শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
অপরদিকে, শুক্রবার দুপুরে ৭ নভেম্বর পালন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে মনোনয়ন প্রত্যাশী, জেলা বিএনপির অর্থ সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপসের উদ্যোগে অনুরূপ অপর একটি জনসভা ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
স্থানীয় হাইস্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত ওই সমাবেশে তাপসের অনুসারী নেতারা বক্তব্য দেন। সমাবেশ শেষে কাজী নাজমুল হোসেনের নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আনন্দ শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা জানান, মনোনয়ন প্রত্যাশী কাজী নাজমুল হোসেন তাপসকে এই আসনে (ব্রাহ্মণবাড়িয়া-৫) বিএনপি থেকে চূড়ান্তভাবে মনোনয়ন দেওয়ার দাবিতে রবিবার (৯ নভেম্বর) নবীনগর কোম্পানীগঞ্জ কুমিল্লা সড়কের নবীনগর থেকে বাঙ্গরা পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার সড়কে ‘মানববন্ধন’ কর্মসূচি আহ্বান করা হয়েছে।
ঝাড়ু মিছিলের বিষয়ে ওবায়দুর রহমান বাদল নামের একজন অনলাইন অ্যাক্টিভিস্ট লিখেছেন, ক্ষমতা থাকলে এম এ মান্নান সাহেবের নাম কেটে আপনারা মনোনয়ন এনে নবীনগর বাসীকে দেখিয়ে দেন, আমরা বাহবা দেব। কিন্তু আদর্শিক লড়াইয়ে না পেরে, ঝাড়ু মিছিল করানোর মতো নোংরা কর্মযজ্ঞ, নিঃসন্দেহে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত।
ইউটি/টিএ