ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানানো হয়েছে। শনিবার (৮ নভেম্বর) বিকেলে এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এ সময় সবার মুখে মুখে স্লোগান ছিল, ‘লেগেছেরে লেগেছ, রক্তে আগুন লেগেছে।’
শনিবার বিকেলে মিছিলটি আখাউড়া পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সড়ক বাজার এলাকায় সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এতে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন আব্দু, সাধারণ সম্পাদক ডা. খোরশেদ আলম, আখাউড়া পৌর বিএনপির সভাপতি মো. সেলিম ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো. আখতার খান প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, গত ১৭ বছর ধরে দলকে আগলে রাখা কবীর আহমেদ ভূঁইয়াকে মনোনয়ন দেওয়ার দাবি জানান। মনোনয়ন পাওয়া দীর্ঘ সময় মুশফিকুর রহমান দেশের বাইরে ছিলেন ও এলাকায় আসেননি বলে অভিযোগ করেন।
ইউটি/টিএ