জানুয়ারিতেই চ্যাম্পিয়নস লিগে ফিরছেন মেসি

ইন্টার মায়ামির হয়ে দুর্দান্ত এক মৌসুম শেষ করার পথে লিওনেল মেসি। মেজর লিগ সকারে (এমএলএস) গোলের রাজা হয়েছেন, দলকেও তুলেছেন নতুন উচ্চতায়। কিন্তু ডিসেম্বরে মৌসুম শেষের পর আগামী বছরের মার্চের আগে মাঠে নামার সুযোগ নেই আর্জেন্টাইন তারকার। এই বিরতিকে কাজে লাগিয়ে মাত্র চার মাসের জন্য মেসিকে দলে নেওয়ার চেষ্টা করছে তুরস্কের ক্লাব গালাতাসারাই।

স্প্যানিশ দৈনিক মুন্দো ডেপোর্টিভো'র সূত্রে তুর্কি সংবাদমাধ্যম ফটোম্যাক জানিয়েছে, জানুয়ারির শীতকালীন দলবদলের বাজারে মেসিকে স্বল্পমেয়াদি লোনে দলে টানতে চায় ইউরোপের ক্লাব গালাতাসারাই। ৩৮ বছর বয়সী এই কিংবদন্তি এখনও দারুণ ফর্মে আছেন— এমএলএসের নিয়মিত মৌসুমে করেছেন ২৯ গোল, যা তার নিকটতম প্রতিদ্বন্দ্বীদের চেয়ে পাঁচটি বেশি।
এমএলএস কাপ প্লে–অফে এখন ন্যাশভিলের বিপক্ষে সিরিজে ১-১ সমতা। তৃতীয় ম্যাচে জয়ী দল যাবে পরের রাউন্ডে। যদি মায়ামি ফাইনালে খেলে, তবেও ডিসেম্বরের পর তাদের খেলা থাকবে না। এমএলএসের এবারের মৌসুম শেষ হবে ৫ ডিসেম্বর, আর নতুন এমএলএস মৌসুম শুরু হবে আগামী ফেব্রুয়ারির শেষ দিকে। আর সেই ফাঁকেই ইউরোপের কিছু ক্লাব চাইছে তাকে অল্প সময়ের জন্য টেনে নিতে, যেন আগামী গ্রীষ্মে আর্জেন্টিনার বিশ্বকাপ রক্ষার মিশনের আগে তিনি ফিটনেস ও ম্যাচ-রিদম ধরে রাখতে পারেন।



স্থানীয় এক সংবাদমাধ্যম জানিয়েছে, চলতি মৌসুমে মেসিকে ইস্তাম্বুলে খেলানোর পরিকল্পনা করছে গালাতাসারাই। ক্লাবটির কর্তারা মেসির পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছেন। এমনকি বর্তমানে মায়ামিতে যে বেতন পান মেসি, সেই পরিমাণ অর্থ এই আর্জেন্টাইনকে দিতে রাজি তুরস্কের ক্লাবটি। যদি সবকিছু ঠিকঠাক চলে, তাহলে জানুয়ারিতেই চ্যাম্পিয়ন্স লিগে মেসিকে দেখা যেতে পারে তুর্কি ক্লাবটির জার্সিতে।

তবে অন্য এক রিপোর্টে বলা হচ্ছে, মেসির তুরস্কের লিগে খেলার কোন সম্ভাবনা নেই। মেসির ছুটি, ইন্টার মায়ামির প্রাক-মৌসুম প্রস্তুতি ও ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতির বিষয় আছে। ফলে এখনই ইউরোপে স্বল্প মেয়াদি চুক্তির সম্ভাবনা কার্যত নেই বললেই চলে।

তাদের আকাঙ্ক্ষা যে অমূলক নয়, সেটি প্রমাণ করেছে সাম্প্রতিক ট্রান্সফার উইন্ডো। ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর সঙ্গে পাল্লা দিয়ে গালাতাসারাই দলে টেনেছে ভিক্টর ওসিমেন, লিরয় সানে ও ইলকায় গুন্দোগানের মতো তারকাদের। এখন মেসিকে যুক্ত করা গেলে সেটি হবে ক্লাবটির ইতিহাসে সবচেয়ে বড় অর্জনগুলোর একটি।

মেসির ক্যারিয়ারে স্বল্পমেয়াদি ইউরোপ ফেরা নতুন কিছু নয়। অতীতে ডেভিড বেকহ্যাম ও জলাতান ইব্রাহিমোভিচও এমএলএস মৌসুমের বিরতিতে ইউরোপে লোনে গিয়েছিলেন। তবে মেসির মতো বিশ্বচ্যাম্পিয়নকে আবারও চ্যাম্পিয়ন্স লিগে দেখা গেলে তা হবে সম্পূর্ণ অন্য মাত্রার এক ঘটনা।

কয়েক সপ্তাহ আগেই মেসি ইন্টার মায়ামির সঙ্গে ২০২৮ পর্যন্ত চুক্তি করেছেন। এমনকি আগামী মৌসুমের দল গঠনের কাজও শুরু করেছে ইন্টার মায়ামি। সার্জিও বুসকেটস ও জর্দি আলবা অবসরে গেলে তাদের বদলে বড় নাম আনার পরিকল্পনাই করছে ক্লাবটি।

আর্জেন্টিনার জার্সিতে ২০২৬ বিশ্বকাপই সম্ভবত মেসির শেষ আন্তর্জাতিক মঞ্চ। তাই সামনে যা আসছে, তা নিয়ে তিনি যতটা সম্ভব প্রস্তুত থাকতে চান। সব মিলিয়ে মেসির মায়ামি থেকে ইস্তাম্বুল পর্যন্ত এই শীতকালীন সফর বাস্তবে পরিণত হয় কিনা, এখন দেখার বিষয়।  

টিএম/টিকে

Share this news on:

সর্বশেষ

img
প্লট জালিয়াতি মামলার অষ্টম দিনের সাক্ষ্যগ্রহণ আজ Nov 09, 2025
img
অস্ট্রেলিয়াকে হারানোর পর পাকিস্তানকে খোঁচা সূর্যকুমারের Nov 09, 2025
img
ঝুলন্ত সেতুতে যুক্ত হচ্ছে মুন্সীগঞ্জ ও চাঁদপুর Nov 09, 2025
img
নির্বাচন বানচালের চেষ্টা করলে দেশে আবারও বিপ্লব ঘটবে: সরোয়ার Nov 09, 2025
img
এনআইডি ও ভোটার তালিকা নিয়ে ইসির সভা আজ Nov 09, 2025
img
রাজনীতি থেকে আবার অভিনয়ে ফিরলেন সায়নী ঘোষ Nov 09, 2025
img
নির্বাচনকে ঘিরে ক্লাইমেক্স বাড়তে শুরু করেছে : জিল্লুর রহমান Nov 09, 2025
img
উত্তপ্ত তানজানিয়ার রাজনৈতিক পরিস্থিতি, বিরোধী দলের শীর্ষ নেতারা গ্রেপ্তার Nov 09, 2025
img
কিশোরগঞ্জে বিএনপির ৬২ কর্মীর জামায়াতে যোগদান Nov 09, 2025
img
ব্যাংক খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা নীতিমালা হচ্ছে Nov 09, 2025
img
নোট অব ডিসেন্টসহ জাতীয় নির্বাচনের দিন গণভোট চায় বিএনপি: সেলিমা রহমান Nov 09, 2025
img
চানখারপুল ঘটনায় হাবিবুরসহ আট আসামির বিরুদ্ধে আজ ১৪তম দিনের সাক্ষ্য Nov 09, 2025
img
যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা, নিহত ছাড়াল ৬৯ হাজার Nov 09, 2025
img
প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি শুরু, বন্ধ৬৫ হাজার বিদ্যালয়ের ক্লাস Nov 09, 2025
img
ইংলিশ প্রিমিয়ার লিগে আজ ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে লিভারপুল Nov 09, 2025
img
নোয়াখালী জেলায় নতুন ডিসি আহমেদ কামরুল হাসান Nov 09, 2025
img
৮ ডিসিকে যুগ্মসচিব হিসেবে পদায়ন Nov 09, 2025
img
এক সময় ভেবেছিলেন বাবা ভিলেন, এখন জানেন তিনিই নায়ক: মিঠুন চক্রবর্তী Nov 09, 2025
img
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ‘হানি ট্র্যাপ’ চক্রের নারী সদস্য গ্রেপ্তার Nov 09, 2025
img
জাহানারার অভিযোগের তদন্ত কমিটিতে রুবাবা দৌলা Nov 09, 2025