হংকং সিক্সেস টুর্নামেন্টের প্লেট ফাইনালে হংকংয়ের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ দল। ফাইনাল ম্যাচে হংকংয়ের কাছে হেরে প্লেট রানার্সআপ হয়েছে টাইগাররা।
ম্যাচে আগে ব্যাট করতে নেমে ৬ ওভারে ১২০ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। দলের হয়ে ১৩ বলে ৫১ রানের টর্নেডো ইনিংস খেলেছেন অধিনায়ক আকবর আলী। এছাড়া ৭ বলে ২৭ রানের ক্যামিও খেলেন জিসান আলম। শেষ দিকে ৮ বলে ২৮ রানের ঝড়ো ইনিংস খেলেছেন আবু হায়দার রনি। ৫ বলে ১০ রান করে টিকে ছিলেন তোফায়েল আহমেদ। ৬ ওভার শেষে ১২০ রান তোলে বাংলাদেশ।
হংকংয়ের হয়ে ২ উইকেট শিকার করেছেন নাসরউল্লাহ রানা। ১টি করে উইকেট নেন এহসান খান এবং নিজাকাত খান।
জবাব দিতে নেমে প্রথম ওভারেই জোড়া উইকেট হারিয়েছে হংকং। আনসি রাথ এবং বাবর হায়াতের উইকেট তুলেছেন আবু হায়দার রনি। দুজনই মেরেছেন গোল্ডেন ডাক।
তিনে নেমে ঝড় তোলেন আইজাজ খান। রিটায়ার্ড হার্ট হয়ে সাজঘরে ফেরার আগে হাঁকিয়েছেন ঝলমলে এক ফিফটি। খেলেছেন ১৫ বলে ৫৫ রানের দারুণ এক ইনিংস। নিজাকাত খানও লড়াই চালিয়েছেন। খেলেন ১০ বলে ২৮ রানের ইনিংস।
শেষ দিকেও লড়াই চালিয়ে গেছে হংকং। আইজাজ খানের ব্যাটে চড়ে জয়ের বন্দরে পৌছে গেছে। শেষ বলে ছক্কা হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন আইজাজ। ২১ বলে ৮৫ রান করে শেষ পর্যন্ত টিকে ছিলেন তিনি।
ফাইনালে হেরে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে বাংলাদেশকে। বল হাতে বাংলাদেশের হয়ে ২২ রান দিয়ে ৪ উইকেট নেন আবু হায়দার রনি।
টিএম/টিকে