মালদ্বীপে রিসোর্টে ব্যবহৃত বর্জ্য তেল অবৈধভাবে বিক্রির অভিযোগে চারজন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার ৬ নভেম্বর স্থানীয় গণমাধ্যম জানিয়েছে তাদের গ্রেফতার করে রিমান্ডে নেওয়া হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, মো. আল আমিন বয়াতি (৩৭), দুলাল মিয়া (৩২), মোহাম্মদ রাসেল মিয়া (৩৪) এবং মানোয়ার হোসেন (৪৫)। তাদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
মালদ্বীপ পুলিশ জানায়, রাজধানী মালের কয়েকটি হোটেল ও ক্যাফে রিসোর্ট থেকে সংগৃহীত ব্যবহৃত তেল পুনরায় ব্যবহার করছিল। পুলিশ সতর্ক করেছে, এই ধরনের তেল দ্বিতীয়বার ব্যবহার করা অত্যন্ত বিপজ্জনক এবং এটি দূষণের পাশাপাশি বিভিন্ন অসংক্রামক রোগের কারণ হতে পারে।
ঘটনাটি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে মালদ্বীপ পুলিশ।
টিজে/এসএন