বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ভোট আর গণভোট একসঙ্গে হলে খরচ কমবে। তারা আগে গণভোট চায়। আগে ভোট হলে তাদের জামানত বাজেয়াপ্ত হবে। তারা টিকতে পারবে না।’
রবিবার (৯ নভেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার ভেলাজান উচ্চ বিদ্যালয় মাঠে এক মতবিনিময়সভায় এসব কথা করেন তিনি।
এ সময় মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘বাংলাদেশের মানুষ পিআর বোঝে না। আবারও বলছি, দেশের জনগণ পিআর কী জানে না। আগের পদ্ধতিতে নির্বাচন চায় তারা।’
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘আগামী নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় জয় লাভ করবে। মার্কা একটাই, ধানের শীষ। মাওলানা ভাসানী আর জিয়াউর রহমানের মার্কা হলো এই ধানের শীষ মার্কা।’
এ সময় জেলা বিএনপির সাধারন সম্পাদক পয়গাম আলী, সদর সভাপতি আব্দুল হামিদসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।