ঘনিয়ে আসছে ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাই ও নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচের দিন তারিখ। সেই সঙ্গে কাছে আসছে বাংলাদেশ ফুটবলের প্রাণভোমরা হয়ে ওঠা হামজা চৌধুরী ও শমিত সোমের আসার সময়।
আগামীকাল সোমবার দুপুর ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন ইংলিশ ক্লাব লেস্টার সিটির তারকা হামজা। আর পরের দিন রাত ১২ টায় ঢাকায় পৌছানোর কথা কানাডা প্রিমিয়ার লিগের ক্লাব কাভালরি এফসির ফুটবলার শমিতের।
আজ বাংলাদেশ জাতীয় ফুটবল দল অনুশীলন করে বসুন্ধরা কিংস অ্যারেনায়। সেখানে মাঠের প্রস্তুতি শুরুর আগে মিডিয়া সেশনে সাংবাদিকদের সামনে আসেন দলের ম্যানেজার আমের খান। তিনিই হামজা-শমিতের দেশে আসার দিনক্ষন নিশ্চিত করেন।
এর আগে সর্বশেষ হংকং, চায়নার বিপক্ষে হোম এবং অ্যাওয়ে ম্যাচ খেলতে ঢাকায় আসেন তাঁরা।১৪ অক্টোবর হংকংয়ে অ্যাওয়ে ম্যাচ খেলে সেখান থেকেই দুজন যান নিজ নিজ গন্তব্যে।
আগামী ১৩ নভেম্বর জাতীয় স্টেডিয়ামে ফিফা প্রীতি ম্যাচে নেপালকে আতিথেয়তা দেবে বাংলাদেশ। একই মাঠে ১৮ নভেম্বর এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের খেলায় হামজা-জামালদের প্রতিপক্ষ ভারত।
এমআর/এসএন