মাঠে গাভি নেই মানে একজন পরিশ্রমী মিডফিল্ডারের পাশাপাশি লড়াকু একজন খেলোয়াড় অনুপস্থিত। স্বাভাবিকভাবেই তার অভাব অনুভব করছেন হান্সি ফ্লিক। গাভির চোট কাটিয়ে মাঠে ফেরার অপেক্ষায় আছেন বার্সেলোনা কোচ।
লা লিগায় রোববার সেল্তা ভিগোর মুখোমুখি হবে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে গাভির অনুপস্থিতি নিয়ে কথা বলেন ফ্লিক।
“সে আমাদের কীভাবে সাহায্য করে, তা নিয়ে কথা বলা সবসময়ই আনন্দের; সে গুরুত্বপূর্ণ। তার দৃঢ়তা, তার মানসিকতা অসাধারণ। সে ফিরে এলে আমি ভীষণ খুশি হব। (আপাতত) আমাদের যা করতে হবে, তা হলো অপেক্ষা।”
হাঁটুর চোটে গত অগাস্ট থেকে মাঠের বাইরে আছে গাভি। তাকে পেতে বার্সেলোনাকে আরও অনেক দিন অপেক্ষা করতে হবে। কয়েকদিন আগে সংস্কার শেষ হওয়া কাম্প নউয়ে পরিদর্শনে যান এই মিডফিল্ডার। সে সময় ক্রাচে ভর দিয়ে হাঁটছিলেন তিনি। সামাজিক মাধ্যমে সেই ছবি তিনি শেয়ার করেন ভক্তদের সঙ্গে।
“পুরনো কাম্প নউয়ে শেষ গোলটি করা আমার কাছে গৌরবের এবং সবসময়ই আমার স্মৃতিতে সেটা থাকবে। তোমাদের সবার সঙ্গে নতুন কাম্প নউ উপভোগ করার অপেক্ষায় আছি।”
২০২৬ সালের ফেব্রুয়ারির আগে তাকে হয়তো মাঠে পাবে না বার্সেলোনা। চোট পেয়ে তার মতোই মাঠের বাইরে আছেন গোলরক্ষ মার্ক-আন্ড্রে টের স্টেগেন, রাফিনিয়া, হোয়ান গার্সিয়া, পেদ্রি ও এরিক গার্সিয়া।
তাদেরকে ছাড়া এবারের লা লিগায় ১১ ম্যাচে ৮ জয়ে ২৫ পয়েন্ট তিন নম্বরে নেমে গেছে বার্সেলোন। ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রিয়াল মাদ্রিদ। দুই নম্বরে উঠে এসেছে ভিয়ারেয়াল।
এমআর/এসএন