শাকিব খানের ‘প্রিন্স’-এ দেখা যাবে বলিউডের জ্যাকি শ্রফকে
মোজো ডেস্ক 01:58AM, Nov 10, 2025
বাংলাদেশের সুপারস্টার শাকিব খান অভিনীত নতুন সিনেমা ‘প্রিন্স’-এ দেখা যাবে বলিউড অভিনেতা জ্যাকি শ্রফ-কে। এটি বাংলাদেশ-ভারত চলচ্চিত্রে একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংযোগ হিসেবে দেখা হচ্ছে।
সিনেমার প্রযোজক জানান, জ্যাকি শ্রফের অংশগ্রহণ ঢাকায় বিভিন্ন লোকেশনে শুটিংয়ের মাধ্যমে সম্পন্ন হবে। শাকিব খান বলেন, “জ্যাকি শ্রফের সঙ্গে কাজ করা একটি অনন্য অভিজ্ঞতা। এটি আমাদের সিনেমার মান এবং দর্শকের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করবে।”
প্রযোজক দলের মতে, দুই দেশের পরিচিত অভিনেতার সংমিশ্রণ সিনেমাটিকে আন্তর্জাতিক দর্শকের কাছে আরও গ্রহণযোগ্য করে তুলবে। ‘প্রিন্স’ সিনেমার মুক্তি ২০২৬ সালের উৎসব মৌসুমে পরিকল্পিত।
সিনেমার এই সংযোজন দেশের সিনেমাপ্রেমীদের মধ্যে ইতিমধ্যেই উৎসাহ তৈরি করেছে।