চট্টগ্রাম বন্দরের তিনটি স্থাপনার উদ্বোধন করবেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন (অব.)। এসব স্থাপনার মধ্যে রয়েছে লালদিয়া কনটেইনার ইয়ার্ড, বে-টার্মিনালে পরিবহন টার্মিনাল এবং ইস্ট কলোনি সংলগ্ন তালতলা কনটেইনার ইয়ার্ড।
বন্দর কতৃপক্ষ জানায়, সোমবার (১০ নভেম্বর) সকাল ৯টা ৪৫ মিনিটে লালদিয়া কনটেইনার ইয়ার্ডের উদ্বোধন করবেন নৌপরিবহন উপদেষ্টা। এরপর সকাল ১০টা ৪০ মিনিটে বে-টার্মিনালে পরিবহন টার্মিনালের উদ্বোধন এবং বেলা ১১টা ৪৫ মিনিটে ইস্ট কলোনি সংলগ্ন তালতলা কনটেইনার ইয়ার্ডের উদ্বোধন করার কথা রয়েছে উপদেষ্টার।
চট্টগ্রাম বন্দর সচিব ওমর ফারুক বলেন, সোমবার দুপুরে উপদেষ্টা বন্দরের এক্সওয়াই শেড ও কাস্টমস অকশন শেড পরিদর্শন করবেন। বিকেল ৩টা ৪০ মিনিটে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ট্যারিফ ও পোর্ট চার্জেস সংক্রান্ত সভায় অংশ নেওয়ার পর বন্দর ভবনের ফোয়ারে সাংবাদিকদের ব্রিফ করবেন।
পিএ/টিএ