মেজর লিগ ২০২৮ মৌসুমের শেষ পর্যন্ত মিয়ামিতে খেলবেন লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রের লিগটি ডিসেম্বরের শেষ থেকে মার্চ মাস পর্যন্ত বিরতিতে থাকে। এসময়ে ছুটিতে থাকেন ফুটবলাররা, জাতীয় দল ছাড়া খেলার সুযোগ থাকে না। তবে আর্জেন্টাইন মহাতারকা সময়টা কাজে লাগাতে চাচ্ছেন ভিন্ন লিগে খেলে। ইউরোপিয় গণমাধ্যমগুলো বলছে, ছুটির সময়টাতে মেসি খেলতে পারেন তুরস্কের ক্লাব গ্যালাতাসারে‘র হয়ে।
ধারে স্বল্পমেয়াদে মেসিকে দলে নিতে আগ্রহী গ্যালাতাসারে। ক্লাবটি মেসির দিকে নজর রেখেছে। বিশ্বকাপের আগে যেহেতু মেজর লিগের খেলা নেই, তাই মেসিকে দলে টানতে চায় তারা।
মিয়ামিতে মেসি বর্তমানে বার্ষিক প্রায় ২০ মিলিয়ন ডলার বেতন পাচ্ছেন। ইস্তাম্বুলের ক্লাবটি চার মাসের ঋণের সময় মেসিকে সমপরিমাণ বেতন দিতে ইচ্ছুক।
গ্যালাতাসারের সভাপতি দুরসুন ওজবেক এ বিষয়ে বলেছেন, ‘মেসি? আসলে গ্যালাতাসারে এমন এক স্তরে পৌঁছেছে যেখানে এই ধরনের প্রশ্ন তোলা সম্ভব। আমরা দলের মান অনেক উঁচুতে তুলেছি। আমরা টানা তিনটি চ্যাম্পিয়নশিপ জয়ী দল। এটা আমাদের মূল শক্তি। আমরা যা কিছু করি তা আমাদের আর্থিক সামর্থ্যের মধ্যে থাকে। তাই এখন মেসির সম্পর্কে কথা বলা অবশ্যই বাস্তবসম্মত।’
গ্যালাতাসারে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের টেবিলে নবম স্থানে আছে। মেসি যদি গ্যালাতাসারেতে আসেন, তাহলে প্রায় ২ বছর পর চ্যাম্পিয়ন্স লিগে খেলবেন বিশ্বজয়ী কিংবদন্তি। সবশেষ পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে খেলেছিলেন মেসি।
ইএ/টিএ