বিচ্ছেদ গুঞ্জনের মাঝে অসুস্থ হয়ে পড়েন মাহি। ভর্তি হতে হয় হাসপাতালে। এবার ছুটি মিলল তার। কেমন আছেন- জানালেন অভিনেত্রী নিজেই। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে মাহি জানিয়েছিলেন ম্যালেরিয়া, ডেঙ্গু, টাইফয়েড-সহ সবরকম পরীক্ষা করা হলে সব রিপোর্ট নেগেটিভ এসেছে। আসলে তার মারাত্মক ভাইরাল ফিভার হয়েছে। সুস্থ হয়ে মাহি কবে বাড়ি ফিরবেন তা জানতেও উন্মুখ ছিলেন সবাই।
গতকাল শনিবার আসে মন ভালো করা খবর। এদিন খানিক সুস্থ হয়ে বাড়ি ফেরেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় পরিবারের সঙ্গে ছবি পোস্ট করে বিষয়টি মাহি জানিয়েছেন সবাইকে।
ক্যাপশনে লিখেছেন, ‘বাড়ি ফিরে এসেছি।’
অসুস্থতা বেশ ভুগিয়েছে মাহিকে। কাজ থেকেও নিতে হয়েছিল ছুটি। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেছিলেন, ‘আমার সবচেয়ে বেশি মন খারাপ হচ্ছে শুটিং ফ্লোরে যেতে না পারার কারণে। খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে শুটিং ফ্লোরে ফিরতে চাই। এই মুহূর্তে যে প্রজেক্টটি করছি তা আমার স্বপ্নের প্রজেক্ট। এটার জন্য আমি সবকিছু উজাড় করে দিয়েছি। তোমরা প্রার্থনা করো আমি যেন খুব তাড়াতাড়ি শুটিং ফ্লোরে ফিরতে পারি, কাজ শুরু করতে পারি।’
অনেক দিন ধরেই জয় ভানুশালী ও মাহি ভিজের বিবাহবিচ্ছেদ নিয়ে জল্পনা। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় জুটি তারা। তবে বেশ কিছুদিন তাদের একসঙ্গে দেখা যায়নি। এরপর থেকেই ছড়ায় বিচ্ছেদ গুঞ্জন।
পিএ/টিএ