রোমাঞ্চকর লড়াইয়ে শেষের গোলে দুর্দান্ত জয় পিএসজির

আক্রমণ ও পাল্টা আক্রমণ হলো সমানতালে। গোলও হলো একইভাবে। তাতে ম্যাচের মোড় বদল হলো বারবার। দুবার ব্যবধান ঘুচিয়ে লড়াই জমিয়ে তুলল লিওঁ, আশা জাগাল পয়েন্ট পাওয়ার। কিন্তু শেষ পর্যন্ত বিজয়ীর বেশেই মাঠ ছাড়ল পিএসজি।

প্রতিপক্ষের মাঠে রোববার রাতে লিগ আঁয় রোমাঞ্চকর ম্যাচটি ৩-২ গোলে জিতেছে লুইস এনরিকের দল। দারুণ এই জয়ে আবার শীর্ষে ফিরল তারা।

ওয়ারেন জাইরে এমেরির গোলে পিএসজি এগিয়ে যাওয়ার পর সমতা টানেন মোরেইরা। একটু পর খাভিচা কাভারাৎস্খেলিয়ার গোলে আবার এগিয়ে যায় সফরকারীরা। দ্বিতীয়ার্ধের শুরুতে সেই ব্যবধানও ঘুচিয়ে দেন মাইটল্যান্ড-নাইল্স। তবে শেষ সময়ে জোয়াও নেভেসের গোলটির জবাব আর দিতে পারেনি লিওঁ।



গত সপ্তাহে বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে হারের হতাশা সামলে জয়ে ফিরল পিএসজি। ১২ ম্যাচে আট জয় ও তিন ড্রয়ে ২৭ পয়েন্ট ফরাসি চ্যাম্পিয়নদের। দ্বিতীয় স্থানে নেমে যাওয়া মার্সেইয়ের পয়েন্ট ২৫।

উসমান দেম্বেলে ও দিজিরে দুয়ের চোটে আক্রমণভাগ হয়ে পড়েছে নড়বড়ে। আশরাফ হাকিমি ছিটকে পড়ায় রক্ষণভাগও হয়েছে দুর্বল। সেই সঙ্গে মার্কিনিয়োসের মতো অভিজ্ঞ ডিফেন্ডারকে বেঞ্চে রেখে শুরুর একাদশ সাজান পিএসজি কোচ লুইস এনরিকে।

ম্যাচের শুরুতে দুই দলের খেলাতেই তেমন কোনো ধার ছিল না। লড়াই জমে উঠতে অবশ্য দেরি হয়নি; সাত মিনিটে দুই পাশে মোট তিনবার জালে বল জড়ায়।

দারুণ এক গোলে ২৬তম মিনিটে এগিয়ে যায় পিএসজি। নিজেদের সীমানা থেকে ভিতিনিয়ার উঁচু করে বাড়ানো থ্রু বল ডি-বক্সে ধরে, দুরূহ কোণ থেকে জোরাল শটে কাছের পোস্ট ঘেঁষে জালে জড়ান তরুণ ফরাসি মিডফিল্ডার ওয়ারেন জাইরে-এমেরি।

প্রায় একইরকম প্রতি-আক্রমণে চার মিনিট পরই সমতায় ফেরে লিওঁ। নিজেদের সীমানা থেকে সতীর্থের বাড়ানো থ্রু বল ধরে, ডি-বক্সে ঢুকে নিচু শটে আগুয়ান গোলরক্ষককে পরাস্ত করেন ২০ বছর বয়সী পর্তুগিজ মিডফিল্ডার মোরেইরা।

লিওঁর স্বস্তি কিছুক্ষণের মধ্যেই উবে যায়। ৩৩তম মিনিটে দলটির ডি-বক্সের সামনে তাদের এক খেলোয়াড়ের দুর্বলতায় বল কেড়ে সামনে বাড়ান ভিতিনিয়া। বল ধরে ডি-বক্সে ডুকে প্লেসিং শটে গোলরক্ষককে পরাস্ত করেন খাভিচা কাভারাৎস্খেলিয়া।

৪২তম মিনিটে ফের সমতায় ফিরতে পারতো স্বাগতিক দল। কিন্তু ভাগ্য তাদের সহায় হয়নি; আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস তাগলিয়াফিকোর প্রচেষ্টা পোস্টে বাধা পায়।

দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে গোলরক্ষকের ভুলে দ্বিতীয় গোল হজম করে পিএসজি।

লিওঁর মিডফিল্ডার মর্টন তাদের সীমানা থেকে উঁচু করে বল বাড়ান। কী বুঝে পোস্ট ছেড়ে অনেকটা এগিয়ে আসেন লুকাহ শুভালিয়ে! একপলকে সেটা দেখে সতীর্থের পাস ধরেই বল হাওয়ায় ভাসিয়ে দেন মাইটল্যান্ড-নাইল্স, বল গোলরক্ষকের ওপর দিয়ে গিয়ে ঠিকানা খুঁজে নেয়।

৬২তম মিনিটে লি কাং-ইনের বক্সের বাইরে থেকে নেওয়া জোরাল শট দারুণ নৈপুণ্যে রুখে দিয়ে, দলকে সমতায় রাখেন লিওঁ গোলরক্ষক।

যোগ করা সময়ের তৃতীয় মিনিটে কাং-ইনকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন তাগলিয়াফিকো। এক মিনিট পরই কান-ইনের কর্নারেই হেডে ব্যবধান গড়ে দেন পর্তুগিজ মিডফিল্ডার নেভেস। আসরে চতুর্থ হারের পর ২০ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে লিওঁ।

এমআর/টিকে 

Share this news on:

সর্বশেষ

img

বিএনপির মনোনয়ন বঞ্চিত নেতার আক্ষেপ

‎‘তারেক রহমানের নাম যতবার নিয়েছি, আল্লাহর নাম নিলে বেহেশতে চলে যেতাম’ Nov 10, 2025
img
যুক্তরাষ্ট্রের প্রত্যেক নাগরিককে অন্তত ২ হাজার ডলার দেওয়ার ঘোষণা ট্রাম্পের Nov 10, 2025
img
জন্মদিনে ভিন্ন রূপে মুগ্ধতা ছড়ালেন চিত্রনায়িকা মিম Nov 10, 2025
img
চাপ প্রয়োগ করা হচ্ছে সব দলকে ঐকমত্যে আসার, এটা এক ধরনের ব্ল্যাকমেইল: ফখরুল Nov 10, 2025
img
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দম্পতির Nov 10, 2025
img
মোহাম্মদ আমির ও মেন্ডিসকে দলে ভেড়াল সিলেট টাইটান্স Nov 10, 2025
img
প্রাথমিক শিক্ষকদের বেতন ২ গ্রেড উন্নীতের প্রস্তাব, বাড়তি ব্যয় ৮৩২ কোটি Nov 10, 2025
img
জাপানের পূর্ব উপকূলে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি Nov 10, 2025
img
উত্তরে শীতের আমেজ, পঞ্চগড়ে তাপমাত্রা কমে ১৬ ডিগ্রিতে Nov 10, 2025
img
আ স ম রবের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে আমি এসেছি : তানিয়া রব Nov 10, 2025
img
ইকুয়েডরে কারাগারে দাঙ্গা, প্রাণ হারালেন ৩১ জন Nov 10, 2025
img
মুন্সীগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে প্রাণ গেল এক জনের Nov 10, 2025
img
ধানের শীষে ভোট চাওয়ায় ছেলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন জামায়াত প্রার্থীর Nov 10, 2025
img
ইসরায়েলের বিষয়ে নিজেদের শর্ত আরও কঠোর করল সৌদি আরব Nov 10, 2025
img
মুম্বাইয়ে নেহা কক্করের নাম করে বড় ধরনের প্রতারণার অভিযোগ Nov 10, 2025
img
শিক্ষকদের কর্মবিরতির দ্বিতীয় দিন আজ Nov 10, 2025
img
অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা অন্তর্বর্তী সরকারের লক্ষ্য: অর্থ উপদেষ্ট Nov 10, 2025
img
যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে আবারও হামলা চালাল ইসরায়েল Nov 10, 2025
img

ভিডিও ভাইরাল

শেখ হাসিনাকে জিয়াউর রহমানের ‘স্ত্রী’ বলে বিতর্কে বিএনপি নেতা Nov 10, 2025
img
অক্টোবরে প্রায় ২০৭ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি Nov 10, 2025