বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিন্হা এখন শুধু সিনেমা নয়, ব্যক্তিগত জীবন ও সম্পদের কারণেও আলোচনায়। সম্প্রতি জানা গেছে, অভিনেত্রীর মোট সম্পত্তির পরিমাণ প্রায় শতকোটি টাকা।
অভিনেতা ও রাজনীতিক শত্রুঘ্ন সিন্হার কন্যা সোনাক্ষী ২০২০ সালে মুম্বাইয়ের বান্দ্রায় সমুদ্র-দৃশ্যযুক্ত একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনেছিলেন। বহুতলের ১৬ তলায় অবস্থিত ৪৬০০ বর্গফুট আয়তনের সেই ফ্ল্যাটের দাম ছিল প্রায় ১৪ কোটি রুপি। পরে ২০২৩ সালে তিনি সেখানে ওঠেন। একই ভবনের ১১ তলায় আরও একটি ফ্ল্যাট কিনেছিলেন তিনি বিনিয়োগ হিসেবে, যা ২০২৪ সালে ২২.৫ কোটি রুপিতে বিক্রি করে ৬১ শতাংশ মুনাফা অর্জন করেন।
সোনাক্ষীর আয় শুধু অভিনয় থেকে নয়, বিজ্ঞাপন ও ব্যবসা থেকেও আসে। ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ হীরামন্ডি-তে অভিনয়ের জন্য তিনি ২ কোটি রুপি পারিশ্রমিক পান। একই বছর তিনি ব্যবসায় বিনিয়োগ ও নিজস্ব একটি ব্র্যান্ড চালু করেন।
অভিনেত্রীর গ্যারাজেও রয়েছে বিলাসবহুল গাড়ির সম্ভার। দুটি মার্সিডিজ বেন্জ ও একটি বিএমডব্লু। গাড়িগুলোর বর্তমান বাজারমূল্য প্রায় ৩ কোটি রুপি।
সম্প্রতি সহ-অভিনেতা জাহির ইকবালকে বিয়ে করেছেন সোনাক্ষী। তবে বিয়েতে ছিল না কোনো জাঁকজমক আয়োজন, শুধু ঘনিষ্ঠজনদের নিয়ে ছোট পরিসরে হয়েছিল প্রীতিভোজ।
সব মিলিয়ে, বলিউডের এ তারকা এখন নিজ যোগ্যতায় গড়ে তুলেছেন প্রায় ১০০ কোটি রুপির সম্পদের মালিকানা।
আরপি/টিকে